বিবিসি বলছে, শুক্রবার তিনি পদত্যাগপত্র পেশ করবেন বলে জানিয়েছেন।
এর আগে ডেমক্রেটিক পার্টির এক বৈঠকে দলনেতা মাত্তেও রেনজি সরকার পরিবর্তনের আহ্বান জানিয়ে বলেন, “অনিশ্চয়তার মধ্য দিয়ে দেশ চলতে পারে না।”
ডিসেম্বরে পার্টির প্রধান নির্বাচিত হওয়া রেনজি নিজেই প্রধানমন্ত্রী হতে চাচ্ছেন বলে গুজব ছড়িয়ে পড়েছে। বর্তমান প্র্রধানমন্ত্রী লেত্তা’র চেয়ে আট বছরের ছোট তিনি।
বৃহস্পতিবার এক বিবৃতিতে লেত্তা জানিয়েছেন, ডেমক্রেটিক পার্টির জাতীয় নেতাদের নেয়া সিদ্ধান্তের অনুসরণে তিনি নিজের সিদ্ধান্তটি নিয়েছেন।
শুক্রবার আনুষ্ঠানিকভাবে দেশের প্রেসিডেন্ট জর্জো ন্যাপোলিতানো’র কাছে পদত্যাগপত্র পেশ করবেন বলে জানিয়েছেন তিনি।
কিছুদিন ধরে লেত্তার সঙ্গে রেনজির সম্পর্ক ক্রমাগত নাজুক হয়ে পড়ছিল। নতুন একটি প্রশানসন গঠনে নেতৃত্ব দিয়ে রেনজি লেত্তাকে সরাতে সক্ষম হবে বলে মনে করছে ডেমক্রেটিক পার্টি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।