দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম আধুনিক সিটি-স্টেট সিঙ্গাপুর। বিশ্ববাসী অবাক বিস্ময়ে এই শহরের আধুনিকায়ন দেখেছে মাত্র কয়েক দশকের ব্যবধানে। দ্বীপরাষ্ট্রের গুণাবলি এই শহরের প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরে বর্ণিলভাবে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক বিশ্বের প্রযুক্তি ও নগরায়ণের সফল ছাপ পাওয়া যায় এই শহরের দিকে তাকালেই। নগরায়ণের ছোঁয়া লাগতেই আমূল বদলে গেছে এ শহরের রূপ।
বিশেষ করে রেইন ফরেস্ট কমে গেছে। তবে সমুদ্র তীরে ক্রমবর্ধমান নগরে প্রাকৃতিক লাবণ্যের দেখা পাওয়া যাচ্ছে ঠিকই। সিঙ্গাপুর নিয়ে সবচেয়ে আলোচিত বিষয় হলো রাজনৈতিক প্রেক্ষাপটের স্থিতিশীলতার কারণে পরিকল্পিত নগর হিসেবে গড়ে ওঠা। আধুনিক শহর হওয়ার কারণে এখানে পর্যটকদের পাশাপাশি বসবাসকারীদের সংখ্যা হু-হু করে বেড় উঠেছে গত কয়েক দশকে। তার সঙ্গে পাল্লা দিয়ে আধুনিক বিশ্বের আয়োজন যোগ হয়েছে এ শহরে।
সমুদ্র তীরবর্তী অঞ্চলের দিকে ক্রমবর্ধমান শহরাঞ্জলের বিস্তৃতি নগরবিদদের দেখিয়ে দিয়েছে সমুদ্র তীরেও আধুনিক শহর গড়ে উঠতে পারে। সমুদ্র যখন উত্তাল হয় তখন প্রতিকূলতা সামলাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার করে নিরাপত্তা নিশ্চিত করেছেন নগরবাসীর।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।