সবাই ভাল আছেন আশাকরি।
যাহোক ওয়ার্ডপ্রেস সাইটে লগিন করার পর যদি আমরা ইউজার প্রোফাইলের Contact Info সেকশনের দিকে লক্ষ্য করি তাহলে নিচের মত ফিল্ড গুলো দেখতে পায়। যেখানে,AIM,Yahoo IM,Jabber/Google talk সহ বেশ কিছু ফিল্ড থাকে।
আজকে আমরা দেখব কিভাবে ইউজার প্রোফাইলের Contact Info সেকশন থেকে ডিফল্ট ফিল্ড রিমুভ করা যায়। কেন রিমুভ করবেন?পুরোটায় আপনার ইচ্ছে/যদি ক্লায়েন্ট বলে/শিখে রাখতে দোষ কি?
তাহলে চলুন শুরু করা যাক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।