অসুস্থতা আর ব্যাস্ততার কারণে গত কয়েক দিন লিখতে পারিনী। কেমন আছেন সবাই?
যাহোক,আমরা যদি ওয়ার্ডপ্রেস সাইটে Dashboard থেকে Post>All Posts এ যায় তাহলে আমাদের সকল পোষ্ট গুলো দেখতে পায। যেখানে বাই ডিফল্ট 5 টা কলাম থাকে। প্রথম কলামে Title,দ্বিতীয় কলামে Author,তৃতীয় কলামে Categories,চতুর্থ কলামে Tags এবং পঞ্চম কলাম পোষ্ট পাবলিশের Date দেখতে পায়।
আজ আমরা দেখব কিভাবে এখানে নতুন একটা কলাম তৈরী করতে পারি যেখানে পোষ্টের Featured Image দেখাবে।
প্রথমে আপনার ওয়ার্ডপ্রেস সাইটে লগিন করে Dashboard থেকে Appearance>Editor এ যান এবং থিমের functions.php ফাইলটি এডিটরে ওপেন করুন। এরপর নিচের কোড টুকু কপি করে ?> এর আগে যুক্ত করুন এবং Update বাটনে ক্লিক করে ফাইলটি সেভ করুন।
এরপর Dashboard থেকে Posts>All Posts এ যান। দেখুন নতুন একটি কলাম সহ Featured Image যুক্ত হয়েছে।
আজ এ পর্যন্ত।
ভাল থাকবেন সবাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।