আমাদের কথা খুঁজে নিন

   

ওয়ার্ডপ্রেস ওস্তাদ [পর্ব-০২] :: HTML টেমপ্লেট কে ওয়ার্ডপ্রেস থিমে রূপান্তরের জন্য প্রাথমিক করণীয়

সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি “ওয়ার্ডপ্রেস ওস্তাদ” এডভান্স ওয়ার্ডপ্রেস ডেভলপমেন্টের উপর একটা পূর্ণাঙ্গ ফ্রি চেইন কোর্স এর ২য় পর্বে। টেকটিউনস বিশ্বের সবচেয়ে বড় বাংলা সোশ্যাল নেটওয়ার্ক । এরকম একটা বড় প্লাটফর্মে “ওয়ার্ডপ্রেস ওস্তাদ” কোর্সটি টেকটিউনস কতৃপক্ষের প্রত্যক্ষ সহযোগিতায় শুরু করতে পেরে ভালো লাগছে।
“ওয়ার্ডপ্রেস ওস্তাদ ” কোর্সের ঘোষণা  টেকটিউন্সে প্রকাশ করার পর আপনাদের মধ্যে যে আগ্রহ দেখেছি, তা এই কোর্সটিকে সুন্দর করে পরিচালনা করতে সাহায্য করবে। সকলের সক্রিয় অংশগ্রহণ কামনা করছি।


১ম পর্বে একটা HTML টেমপ্লেট কে ওয়ার্ডপ্রেস থিমে রূপান্তর কারর ক্ষেত্রে যে সকল প্রথমিক কর্যক্রম  রয়েছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে, আজ ২য় পর্বেও তারই ধারাবাহিকতা বজায় থাকছে।

index.php থেকে header অংশ cut করে header.php তৈরি করতে হবে, এবং index.php তে
যুক্ত করতে হবে।
index.php থেকে footer অংশ cut করে footer.phpতৈরি করতে হবে, এবং index.php তে
যুক্ত করতে হবে।
যদি নেভিগেশনবারের স্ট্রাকচার হয় নিম্নরূপ
তাহলে ডাইনামিক নেভিগেশনবার আনার জন্য যুক্ত করতে হবে
প্রতিটা পর্বে কোর্সে সক্রিয় অংশগ্রহণকারীদের জন্য কিছু প্রশ্ন, প্রজেক্ট বা বিশেষ কিছু করণীয় থাকবে। এগুলো সম্পন্ন করে কোর্সে আপনার সক্রিয়তা নিশ্চিৎ করুন।

এই কোর্সের সাথে সম্পৃক্ত বিচারক মন্ডলী এগুলো পর্যবেক্ষণ করবেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন।
ওয়ার্ডপ্রেস ওস্তাদ [পর্ব-০২] এর জন্য করণীয়

১. আজকে যে কোড সমূহ নিয়ে আলোচনা করা হলো এই কোড গুলো দিয়ে index.php,template-welcome.php,header.php,footer.php এবং functions.php ফাইল তৈরি করে একসাথে wpostad_task02_YourName.zip  রুপে যুক্তকরে  নিজনিজ dropbox বা mediafire এ যুক্ত করে  comment করুন।
আজ এ পর্যন্তই। সবার জন্য শুভকামনা রইলো।


সোর্স: http://www.techtunes.com.bd

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.