অহন থিক্কা সব শয়তানরে দৌরের উপর রাখুম।
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “নেকী ও পরহেযগারীতে সহযোগিতা করো, পাপ ও শত্রুতাতে সহযোগিতা করো না। ”
আরো ইরশাদ মুবারক হয়েছে, “মুসলমানদের সবচেয়ে বড় শত্রু ইহুদী এরপর মুশরিক। ” অর্থাৎ সব কাফির মুসলমান উনাদের শত্রু।
ব্রিটিশ আমলের নীলকর জমিদারদের মতো, সিগারেট কোম্পানিগুলো এ দেশের কৃষকদের নানান লোভ দেখিয়ে তামাক চাষে উদ্বুদ্ধ করছে।
বীজ, সেবা, পরামর্শ ইত্যাদি কার্যক্রম হাতে নিয়েছে। উৎপাদিত তামাক ক্রয়, সহজ শর্তে ঋণ, নগদ মুনাফা এর লোভে কৃষকেরা উদ্বুদ্ধ হচ্ছে।
ফলে জমির উর্বরতা নষ্ট হয়ে যাচ্ছে। ধান-গম-সরিষাসহ শীতকালীন সবজি উৎপাদন কমে যাচ্ছে। কৃষকরা নানান দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছে।
পরিবেশ, মাটি দূষিত হচ্ছে।
সম্মানিত শরীয়ত উনার খাছ ফতওয়া মুবারক হচ্ছে তামাক, সিগারেট ইত্যাদি নেশা সৃষ্টিকারী, অর্থ অপচয়কারীও, জীবন ক্ষয়কারী জিনিসসমূহ হারাম। আবার এর উৎপাদন, সহযোগিতা, পরামর্শ, ইত্যাদি কাজে সহযোগিতা করাও হারাম। আবার এই তামাক দিয়ে কাফিরগুলো সিগারেট বিড়ি বানাবে আর তা পান করে মুসলমান ভাই উনার টাকা, শরীর, স্বাস্থ্য নষ্টসহ মৃত্যুঝুঁকি বাড়বে। ফলে কৃষকের টাকা, সময়, শ্রমসহ যাবতীয় উপার্জন হারাম হবে।
গুনাহগার হবে।
অতএব, সরকার ও কৃষকের এ ব্যাপারে ব্যবস্থা নিতে হবে।
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “নেকী ও পরহেযগারীতে সহযোগিতা করো, পাপ ও শত্রুতাতে সহযোগিতা করো না। ”
আরো ইরশাদ মুবারক হয়েছে, “মুসলমানদের সবচেয়ে বড় শত্রু ইহুদী এরপর মুশরিক। ” অর্থাৎ সব কাফির মুসলমান উনাদের শত্রু।
ব্রিটিশ আমলের নীলকর জমিদারদের মতো, সিগারেট কোম্পানিগুলো এ দেশের কৃষকদের নানান লোভ দেখিয়ে তামাক চাষে উদ্বুদ্ধ করছে। বীজ, সেবা, পরামর্শ ইত্যাদি কার্যক্রম হাতে নিয়েছে। উৎপাদিত তামাক ক্রয়, সহজ শর্তে ঋণ, নগদ মুনাফা এর লোভে কৃষকেরা উদ্বুদ্ধ হচ্ছে।
ফলে জমির উর্বরতা নষ্ট হয়ে যাচ্ছে। ধান-গম-সরিষাসহ শীতকালীন সবজি উৎপাদন কমে যাচ্ছে।
কৃষকরা নানান দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। পরিবেশ, মাটি দূষিত হচ্ছে।
সম্মানিত শরীয়ত উনার খাছ ফতওয়া মুবারক হচ্ছে তামাক, সিগারেট ইত্যাদি নেশা সৃষ্টিকারী, অর্থ অপচয়কারীও, জীবন ক্ষয়কারী জিনিসসমূহ হারাম। আবার এর উৎপাদন, সহযোগিতা, পরামর্শ, ইত্যাদি কাজে সহযোগিতা করাও হারাম। আবার এই তামাক দিয়ে কাফিরগুলো সিগারেট বিড়ি বানাবে আর তা পান করে মুসলমান ভাই উনার টাকা, শরীর, স্বাস্থ্য নষ্টসহ মৃত্যুঝুঁকি বাড়বে।
ফলে কৃষকের টাকা, সময়, শ্রমসহ যাবতীয় উপার্জন হারাম হবে। গুনাহগার হবে।
অতএব, সরকার ও কৃষকের এ ব্যাপারে ব্যবস্থা নিতে হবে।
link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।