আমাদের কথা খুঁজে নিন

   

সারা দেশে পাশবিক বাণিজ্য চলছে: রিজভী

সারা দেশে পাশবিক বাণিজ্য চলছে বলে অভিযোগ করেছে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, র‌্যাব, পুলিশ ও প্রশাসন সবাই এক ব্যক্তির হুকুম পালন করছে। তারা হাতে বিরোধী দলের নেতাকর্মীদের ডেথ ওয়ারেন্ট নিয়ে ঘুরছে। বিরোধী নেতা-কর্মীদের আটক করে তাঁদের কাছে মুক্তিপণ চাওয়া হচ্ছে। টাকা দেওয়া হলে ছেড়ে দেওয়া হচ্ছে আর না হলে নতুন মামলা দেওয়া হচ্ছে।

আজ রবিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, দেশে আইনের শাসন নয় হুকুমবাদের চর্চা হচ্ছে। বিরোধী দলের নেতাদের পাইকারি হারে গ্রেপ্তার করা হচ্ছে। গুম, খুন অব্যাহত আছে। বিরোধী দল বিনাশের জন্য নেতাদের নামে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। শারীরিক, মানসিক নির্যাতনের জন্য তাদের কারাগারে নেওয়া হচ্ছে।

এরই অংশ হিসেবে আজ আমানউল্লাহ আমানকে কারাগারে পাঠানো হয়েছে।

রিজভী অভিযোগ করেন, সরকারের গোপন ইচ্ছা বাস্তবায়নের জন্য নিম্ন আদালত ভিন্ন আচরণ করছেন। আর সরকারের সমর্থনপুষ্ট কিছু গণমাধ্যম বিএনপির নেতৃত্বাধীন ১৯ দলের আন্দোলন নিয়ে ‘হেইট ক্যাম্পেইন’ চালাচ্ছে।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.