আমাদের কথা খুঁজে নিন

   

কিছু গাণিতিক সমস্যা + logical problem (Episode-3)



অনেকদিন পর ৩য় পর্ব দিলাম। আপাতত ১০টি পর্ব করার ইচ্ছে আছে। আজকের সমস্যাগুলোর মধ্যে একটি বাদে বাকিগুলো সহজ।
সমস্যাগুলোর সমাধান প্রতিটি পর্বের ৩দিন পর দেয়া হবে(যদি প্রয়োজন হয়)

১. একটি পুকুরে একদিন যা কচুরিপানা থাকে পরদির তার দ্বিগুণ হয়ে যায় অর্থাৎ ৮টি থাকলে ১৬টি হয়ে যায়। বলে দেয়া হল পুকুরটি ৪০(চল্লিশ) দিনে কচুরিপানা দিয়ে ভর্তি হয়ে যায়।

বলতে হবে কতদিনে এক চতুর্থাংশ ভর্তি হয়েছিলো?

২. একজন লোকের একটি কাঠকে দুটুকরো করতে ৫ মিনিট সময় লাগে। বলতে হবে ঐ কাঠকে ১০টুকরো করতে কত সময় লাগবে?

৩. একই সংখ্যাএকবার ব্যবহার করে ২,৩,৫,৮ ব্যবহার করে ১৬ বানাতে হবে। শুধু যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ব্রাকেট ব্যবহার করা যাবে।

৪. -14কে 5 দ্বারা ভাগ করলে ভাগফল এবং ভাগশেষ কত?

৫. ধরলাম একটি জাদুর পুকুরের চারটি পাড় আছে। জাদুর পুকুরটিতে ফুল রাখলে দ্বিগুণ হয়ে ফিরে আসে।

একজন লোক কিছুসংখ্যক ফুল নিয়ে একপাড়ে ভিজানোর পর ফুলসংখ্যা দ্বিগুণ হয়ে গেলো। তার থেকে কিছুসংখ্যক ফুল সেই পাড়ে রেখে বাকি ফুলগুলো নিয়ে অন্য পাড়ে গিয়ে আবার ফুল ভিজালো। আবার দ্বিগুণ হওয়ার পর ১ম পাড়ে যতটি ফুল রেখেছিলো সেই একই সংখ্যক ফুল ২য় পাড়ে রাখে। এভাবে ৪টি পাড়েই ফুল রাখার পর তার হাতে কোনো ফুল থাকে না। বলতে হবে লোকটি কতটি ফুল এনেছিলো আর কতটি করে ফুল প্রত্যেক পাড়ে রেখেছিলো?

৬. একটি দৌড় প্রতিযোগিতায় আপনি ২য় প্রতিযোগীকে অতিক্রম করে গেলেন আপনার অবস্থান কত?

৭. একটি পরিবারে মোট ভাইবোনের সংখ্যা ৮জন।

প্রতিটি ভাইয়ের ৩টি বোন থাকলে পরিবারে ভাই কতজন আর বোন কতজন?

৮. ৫ টি বিড়াল ৫দিনে ৫টি ইদুঁর মারলে ১০ বিড়াল ১০ দিনে কতটি ইদুর মারবে?

৯. আবুল আর বাবুলের কাছে কিছু সংখ্যক বল আছে। আবুল বলল-বাবুল তুমি যদি আমাকে ২টি বল দাও তাহলে আমাদের দুইজনের বলের সংখ্যা সমান হবে। উত্তরে বাবুল বলল- তুমি যদি আমাকে ২টা দাও তাহলে আমার বলের সংখ্যা তোমার বলের দ্বিগুণ হবে। কার কাছে কয়টা বল আছে?
১০. একটি ড্রয়ারে ২৪ জোড়া লাল, ২৪ জোড়া নীল, ২৪ জোড়া সাদা মোজা আছে। অন্ধকারে একটি লোক কমপক্ষে কতটি মোজা তুললে লোকটি শতভাগ নিশ্চিত হবে যে তার কাছে একই রংয়ের এক জোড়া মোজা আছে?







অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।