২৪ ম্যাচ থেকে তিন দলেরই সংগ্রহ ৬০ পয়েন্ট করে। তবে গোল গড়ে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলে সবার ওপরে বার্সা, দ্বিতীয় স্থানে রিয়াল ও তার পরে আতলেতিকোর অবস্থান। স্প্যানিশ লিগের আর ১৪ রাউন্ড বাকি।
গেতাফের মাঠে ক্রিস্টিয়ানো রোনালদো খেলেননি। তবে ফিফা ব্যালন ডি’অর জয়ীকে ছাড়াই জয় পেতে সমস্যা হয়নি স্পেনের সফলতম দলের।
ষষ্ঠ মিনিটে তরুণ ফরোয়ার্ড জেসে রদ্রিগেসের গোল এগিয়ে দেয় রিয়ালকে।
২৭ মিনিটে ফরাসী স্ট্রাইকার করিম বেনজেমা ২-০ করেন ব্যবধান।
৬৫ মিনিটে ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মদ্রিচের বক্সের ঠিক বাইরে থেকে নেয়া জোরালো শট জয় নিশ্চিত করে দেয় লা লিগার রেকর্ড ৩২ বারের চ্যাম্পিয়নদের।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।