আমাদের কথা খুঁজে নিন

   

আমিও হাঁটছি তোমার শহরে....

যার লাগি ছুটে গেছি নির্দয় মসুদ চীনা তাতারের দলে, আর্ত কোলাহলে তুলিয়াছি দিকে দিকে বাধা বিঘ্ন ভয়- আজ মনে হয় পৃথিবীর সাঁজদীপে তার হাতে কোনোদিন জ্বলে নাই শিখা -শুধু শেষ নিশীথের ছায়া-কুহেলিকা শুধু মেরু-আকাশের নীহারিকা, তারা

আমি এই বাংলাদেশে বসে তোমাকে দেখতে পাই...যে রাস্তা দিয়ে হাঁটছ তাতেও আমি উজ্জল রোদ্রালিকত পথে তোমার সাথে হাঁটি। ঐ ঝকঝকে নীল সমুদ্রের তীর ধরে আমি ও হাঁটি প্রতিদিন। ফরও ইটালিক ও এর বিশাল সমুদ্র তীর এর বিশালতায় আমিও তোমার মতো মুগ্ধ হই।
বিশ্বাস করবে না হয়তো সত্যি আমি দেখতে পাই তোমার গাঢ় নীল আকাশ। আমি মারেও দেখি যে সমুদ্র তুমি রোজ দেখ আমিও দেখি।

তোমার শহরের সব পথ এখন আমারও চেনা। চারপাশে সব নীল আর নীল আমিও রোজ দেখি।

পিয়াজ্জা কোথায় তা আমিও এখন জানি। পালেরমও কতদূর আমি দেখতে পাই। অরতও বোটানিকো এর মতো খটখটে নামে একটা বিশাল সবুজের বাগান আছে তাও আমি দেখি।

ওখানে বাড়ি গুলোর সব লাল রং এর ছাদ দেখ আমি এখানে বসেও দেখতে পাই। ওখানে যখন শুভ্র আলোয় সমুদ্রে জোসনা দেখ তাও আমি দেখি। আমি সব দেখি তোমাকে তোমার সময়.....শুধু আমি যেতে পারিনা আমি যদি পারতাম দুটো পাখা লাগাতাম আর উড়ে যেতাম তোমার কাছে। কিন্তু আমি পারিনা আমারতো এ ক্ষমতা নেই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।