কর্মচারীদের জন্য রাখা ১১৩টি প্লট অন্যদের বরাদ্দ ও নিয়োগের ক্ষেত্রে পোষ্য কোটা মানা হয়নিসহ নানা বিষয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) চেয়ারম্যানের বিরুদ্ধে কৌশলী ভূমিকায় অবতীর্ণ হওয়ার অভিযোগ উঠেছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচারী লীগের নেতারা এ জাতীয় অভিযোগ তুলে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির সঙ্গে সম্প্রতি সাক্ষাৎ করে তার হস্তক্ষেপ কামনা করেছেন। মন্ত্রী সরেজমিন গিয়ে ব্যবস্থা নেবেন বলে তাদের জানিয়েছেন। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কর্মচারী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব বলেন, আগামী এপ্রিল মাসে সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালামের মেয়াদ শেষ হওয়ার আগেই নিজের অবস্থান শক্ত করতে 'কৌশলী প্রকল্প' হিসেবে বিশেষ ক্ষমতায় কর্মচারীদের প্লট অন্যদের বরাদ্দ দিয়েছেন। তিনি বলেন, জোট সরকারের আমলে নিয়োগ পাওয়া জামায়াত-শিবির ঘরানার চাকুরেদের গুরুত্বপূর্ণ পদে বহাল রেখেছেন। তিনি বলেন, সিডিএর ৩৮৪তম বোর্ডসভার সিদ্ধান্ত অনুযায়ী কর্মচারীদের অনুকূলে বরাদ্দ রাখা ১১৩টি প্লটের বরাদ্দপত্র চেয়ারম্যান অন্য নামে কৌশলে ইস্যু করছেন এবং বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে পোষ্য কোটাও মানা হচ্ছে না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।