আমাদের কথা খুঁজে নিন

   

চকবাজারে ডাকাতি, বোমা বিস্ফোরণে আহত ২

রাজধানীর চকবাজার থানার পশ্চিম ইসলামবাগে ৪ জন মুখোশধারী সশস্ত্র ডাকাত ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় বোমার বিস্ফোরণ ঘটায়। এতে বাড়ির মালিক ও তার স্ত্রী আহত হয়েছেন। এলাকার ৫৯/৩/বি নম্বর বাসায় আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

আহতদের নাম করিম ফকির ও সেলিনা বেগম। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জানা যায়, ৪ তলা বাড়িটির তৃতীয় তলায় ভোরে ৪ জন ডাকাত মুখোশ পড়ে অস্ত্রের মুখে ৭ ভরি স্বর্ণ ও ১ লাখ টাকা নিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় বাড়ির মালিক চিৎকার করলে ডাকাতরা বোমার বিস্ফোরণ ঘটায়। এতে করিম ফকিরের দুই পা ও সেলিনা বেগমের এক পায়ে স্প্লিন্টার বিদ্ধ হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।