আমাদের কথা খুঁজে নিন

   

চকবাজারে অগ্নিকাণ্ডে আহত একজনের মৃত্যু

রাজধানীর চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় আহত একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম কবির হোসেন (৩০)। তার বাবার নাম আব্দুল মান্নান। তিনি লালবাগের শহীদনগর এলাকায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার কৌশিক মল্লিক জানান, নিহত কবির হোসেনের শরীরের ৮৫ শতাংশ পুড়ে গিয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল সোয়া ৭টায় তার মৃত্যু হয়েছে।

বুধবার সন্ধ্যা ৬টায় চকবাজারের এ কে এম হাবিবুর রহমান রোডের হক ম্যানশনের ছয়তলা ভবনের চতুর্থ তলায় একটি বডি স্প্রে কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় কবিরসহ মোট তিনজন আহত হয়েছিলেন। ভবনটি এসি মসজিদ মার্কেট নামেও পরিচিত।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।