আমাদের কথা খুঁজে নিন

   

চকবাজারে ‘ছিনতাইকারীর’ বোমায় পুলিশ আহত

চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর হোসেন জানান, মঙ্গলবার ভোর ৬টার দিকে পূর্ব ইসলামবাগ এলাকার ‘ইসলামবাগ জমিদার বাড়ির গলিতে’ এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- চকবাজার থানার কনস্টেবল সাইদুর রহমান (৩৭) ও সন্দেহভাজন হামলাকারী খোকন। আরো দুই পথচারী এ ঘটনায় আহত হলেও পুলিশ তাদের পরিচয় জানাতে পারেনি।

আলমগীর হোসেন জানান, কনস্টেবল সাইদুরের পায়ে স্প্লিন্টার লেগেছে। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আর খোকনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।   

পরিদর্শক আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোরে ওই গলিতে কয়েজনক যুবক অবস্থান করছিল। সন্দেহ হওয়ায় পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য এগিয়ে গেলে একটি ককটেলের বিস্ফোরণ ঘটায় খোকন।”

বোমাটি খুব কাছে বিস্ফোরিত হলে খোকন ও কনস্টেবল সাইদুরসহ চারজন আহত হন বলে জানান তিনি।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।