রাজধানীর চকবাজার থানার ছোটকাটরা এলাকায় একটি পারফিউম তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই কারখানার তিন শ্রমিক দগ্ধ হয়েছেন।
আজ সন্ধ্যা ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ তিন শ্রমিক হলেন, মো. আবদুল আজিজ (৩১), মফিজ উদ্দিন (৪২) এবং মো. কবির হোসেন (৩০)।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, সন্ধ্যে ৬টার দিকে ছোটকাটরার হাবিবুর রহমান সড়কে অবস্থিত একটি পঞ্চম তলা ভবনের চতুর্থ তলায় কাজ করার সময় বিড়ি থেকে আগুন লাগে।
তাৎক্ষনিক তা কারখানায় ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্তলে গিয়ে প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা অগ্নিদগ্ধ তিন শ্রমিককে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসেন।
বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে।
আহতরা জানান, কারখানায় কাজ করার সময় বিড়ির আগুন থেকে এ আগুন লাগে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।