ফেইসবুকের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সমকামী ও ট্র্যান্সজেন্ডার অ্যাডভোকেসি গ্রুপের সঙ্গে আলোচনার পর ফেইসবুক সিদ্ধান্ত নিয়েছে ৫০টি আলাদা পরিচয়ে ফেইসবুকে নিজেকে প্রকাশ করার সুযোগ করে দেওয়া হবে। এর মধ্যে রয়েছে, বাই জেন্ডার, ট্রান্সজেন্ডার, অ্যান্ড্রোজিনাস, ট্রান্সসেক্সুয়ালসহ আরও অনেক অপশন।
“ফেইসবুকে কাস্টমাইজড জেন্ডার অপশন চালু হলে ব্যবহারকারীরা নিজেদের সঠিক পরিচয় প্রকাশ করতে পারবেন।”
এক বিবৃতিতে উইলিয়াম ইন্সিটিটিউট থিংক ট্যাঙ্ক জানিয়েছে, ২০১১ সালে যুক্তরাষ্ট্রের সাত লাখ মানুষ ছিল ট্রান্সজেন্ডার। এ জন্য আপাতত যুক্তরাষ্ট্রের নাগরিকরা ফেইসবুকে কাস্টমাইজড জেন্ডার অপশন ব্যবহারের সুযোগ পাবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।