বৃষ্টি বৃষ্টি ... বৃষ্টি হচ্ছে... ভিজবি?
মানে? এত রাতে তুই বৃষ্টিতে ভিজবি হারামী?
এমন করিস কেন?
তোর না ঠান্ডা লেগেছে! জ্বর ?
ভিজি না? এমন করিস কেন? ভিজবি তুই? অনুমতি দে না?
ওকে! আমি আজ তোর পাশে থাকলে ঠিক-ই অনুমতি দিতাম !
সত্যি?
হু!
আচ্ছা তারপর যদি আমার জ্বর বেশি হত- তখন কি করতিস?
কি আর? আদরে আদরে তোর সেবা করতাম! তুই তো সেটাই চাস হারামী! আমারে দিয়া পা টিপাইতে চাস, আমি তোর সেবা করি সেটা চাস?
হু!চাই! তো কি হয়েছে? আমিও তো তোর সেবা করি! তাই না?
কচু করিস? পা টিপা দিলে পয়সা নিস!
আর তুই? তুই বুঝি নিস না?
এইগুলা বাদ এখন!
ওকে! ভিজি! শোন, ভিজলে জ্বর বেশি হবে, মানে বৃষ্টি হচ্ছে জ্বর বাড়ানোর মহা ঔষধ ! আমি মাইনাসে- মাইনাসে প্লাস করতে চাই!
এইটা কেমুন হিসাব রে? তুই তো পড়াশুনা কিছুই শিখিস নাই!
না শিখলে নাই! আমি শুধু জানি, তুই আর আমি +++!
পাগলা আর ছাগলী মিলে কি হয়?
তুই আমাকে ছাগলী বললি কেন রে কুত্তা?
তুই তো একটা ছাগলী-ই!
এখন কিন্তু মুখ খারাপ করে গালি দেবো ?
তুই গালি দিতে পারিস?
না পারি না! মানুষের কাছ থেকে শিখে দেবো!
ওকে! হইছে হইছে! যা ভিজ!
তুই এসে আমার হাত ধর গাধা! না কি এটাও আমাকে বলে দিতে হবে?
না রে গাধী! আমি তো তোর চোখে ডুব দেবো... !
অই ঠাণ্ডা লাগছে রে! কিন্তু আইসক্রিম খেতে ইচ্ছে করছে!
কি আজিব কথা বলিস? একে বৃষ্টিতে ভিজতেছিস, তারপর আইসক্রিম ? আমি কি জুতা আনবো?
এমন করিস কেন? নিয়ে আয় না একটা আইসক্রিম !
এখন কোথায় আইসক্রিম পাবো বল তো? তুই না! আসলেই অদ্ভুদ!
হাহাআহা!আরে বুদ্ধু পাগলা! এমনি এমনি এনে দে-- মানে -মনে মনে...!
তোর গলা এখুনি ভেঙ্গে গেছে... ঊঠে আয় ঘরে... আর ভিজিস না!
ওকে আসছি! তুই আমাকে নিয়ে যা!
হু! এই দেখ, তোকে জড়িয়ে ধরে ঘরে আনছি ...এরপর তোর ভেজা চুল মুছে দিচ্ছি...তোর আমার জন্য চা বানিয়ে আনছি ...। তুই চেঞ্জ কর!
হু! আমার জ্বর বেশি হয়ে যাচ্ছে রে!
কই দেখি...! তুই না! তোকে নিষেধ করলাম... কেন শুনিস না আমার কথা? এখন সারারাত আমাকে টেনশনে রাখবি! তোকে নিয়ে আর পারি না!
হহহাহা! তুই আমাকে নিয়ে টেনশন করবি? কষ্টের আর ভাললাগার এক টুকরো হাসি ভেসে ঊঠে...
তুই হাসছিস তাই না? খুব মজা পাচ্ছিস?
তুই কিভাবে জানলি যে আমি হাসছি?
আমি না জানলে তোকে কোন শালায় জানবে বল?
জানবে একজন!
কে সে বল? নাইলে জুতা আনুম কইলাম!
হহাহা! জ্বলে কেন তোর?
তুই বুঝিস না?
হু বুঝি! আমার জ্বর বাড়ছে কিন্তু!
অই হারামী কুত্তি! কথা বন্ধ করে ওষুধ খেয়ে শুয়ে পড়!
তুই আমার মাথায় হাত বুলিয়ে দে! ঘুম পারিয়ে দে আমায়!
ওকে দেখ- আমি তোর মাথাটা আমার বাহুতে নিয়ে, তোর পিঠে আর মাথায় বাবুদের মত করে হাত বুলিয়ে দিচ্ছি... ঘুমা এখন পাগলী! আর কথা দে- সুস্থ না হলে আর ভিজবি না?
নাআআআআআআআ! এমন করিস না ... ! ভিজবো...। না ভিজলে... জ্বর হবে কি করে? আর তুই আমার সেবা করবি কি করে বল?
এমনি সেবা করবো রে বাপ! তবুও ভিজিস না!
ভেবে দেখবো...এখন সেবা কররররররর...!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।