আমাদের কথা খুঁজে নিন

   

সামু কেন দিন দিন ফুরিয়ে যাচ্ছে ?

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি

১. অভ্র : ফোনেটিক বাংলা আমাদের দিয়েছিল বিনা কষ্টে বাংলা টাইপের সুবিধা । মানুষ মন খুলে বাংলায় বলতে ও পড়তে পারত ব্লগে । এর কোন বিকল্প ছিল না, তাই মানুষ বাধ্য হয়েই ব্লগে আসত ।

অভ্র এসে বাংলা লিখা ও পড়া এত স হজ করে দিল যে এখন মেইল থেকে শুরু করে সব জায়গায় আপনি বাংলা লিখতে পড়তে পারবেন । তাই বাংলা ব্লগের উপর নির্ভরতা কমে গেল ।

অনেকে এমনও আছেন শধু মাত্র ফোনেটিক বাংলা টাইপ করতেই ব্লগে লগ ইন করেন !

২ ফেসবুক গ্রুপ : নিজের পেজের বাইরেও ফেস বুক গ্রুপগুলা ওয়েব লগ - সামাজিক যোগাযোগ, আন্দোলন - বিপ্লব , মতবাদ প্রচার, তর্ক বিতর্কের এমন সব সুবিধা দিয়েছে, এতে আর ব্লগে আসার দরকার হয় না । একই উইন্ডোতে ব্যক্তিগত যোগাযোগও চলছে, সামাজিক সম্পর্কগুলোও রক্ষা হচ্ছে, আবার ব্লগিং এর কাজ ও চলছে ! কে আর কষ্ট করে ব্লগে আসে ?

আর ফেস বুক গ্রুপগুলো নির্দিষ্ট পছন্দ ভিত্তিক হওয়ায় এখানে কম সময়ে মানুষ বেশী পছন্দমাফিক খোরাক পায় । ব্লগের খোড়াক বহুমুখী, এতদিকে মানুষের আগ্রহ কম, তাই সুনির্দিষ্ট আগ্রহ থাকলে মানুষ ফেসবুক গড়ুপে গিয়ে আরাম পায় বেশী ।

৩। অন লাইন বাংলা সংবাদ পত্র ও মন্তব্যের সুবিধা :
অনেকেই সকালে অফিসে এসে ব্লগ খুলে কিছু বাংলা পড়েন, খোজ খবর, আলোচনা - সমালোচনা, নিন্দা - গুজব এসব ।

এরপর অফিসের কাজে ইংরেজীতে ডুবে যান । অনেক প্রবাসী ব্লগে ঢুকেন বাংলা পড়তে, দেশের খোজ খবর নিতে । বাংলা অনলাইন পত্রিকাগুলো এক্ষেত্রে ব্লগের মার্কেট -কে অনেকটাই দখল করে নিয়েছে ।

সবচেয়ে বড় আঘাতটা আসে খবরে মন্তব্য করার সুবিধা ! এতো পুরাপুরি ব্লগীয় অবস্হা!

এর ফলাফল কি ? সামু ফুরিয়া যাবে ? হারিয়ে যাবে ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.