শোকের গানে মুখর হলো
রাজপথ অলিগলি,
নগ্ন পায়ে শহীদ মিনারে
প্রাণের শ্রদ্ধাঞ্জলি।।
ভাষার তরে প্রাণ দিলো যাঁরা
সেদিন ফাল্গুনে,
স্মরণের তীরে কালজয়ী তাঁরা
ভাষার বীজ বুনে।
গর্বে মোদের বুকটি ভরে-
আবার দু:খের দহনে জ্বলি।।
ঐ ইতিহাস কথা কয় দেখো
ইতিহাসের পাতায়,
যুগে যুগে তাঁরা রবে গো মিশে
বাংলা বর্ণমালায়।
বাংলা আজ বিকশিত ফুল-
তাঁরাই ভাষার ফুলকলি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।