আমাদের কথা খুঁজে নিন

   

বিজয়ীর মাথায় হাত বুলিয়ে দিলেন পরাজিত প্রার্থী

যেকোনো প্রতিযোগিতায় একপক্ষ জিতবে তো আরেক পক্ষ পরাজিত হবে- এটাই নিয়ম। কিন্তু সাধারণ এই নিয়মটি মেনে নিতে নারাজ আমাদের রাজনৈতিক ব্যক্তিরা। নির্বাচনী প্রতিযোগিতায় হেরে গেলে তাদের বক্তব্য থাকেন একরকম, আর বিজয়ী হলে তা উল্টে হয়ে যায় অন্য রকম। কিন্তু এবার মেহেরপুরে ঘটলো ভিন্ন একটি ঘটনা।

মেহেরপুর সদর উপজেলা বিজয়ী চেয়ারম্যান অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন দেখা করলেন পরাজিত প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. গোলাম রসুলের সাথে।

আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে মারুফ আহমেদ তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী গোলাম সুলের সাথে দেখা করার উদ্দেশে সাদা রংয়ের একটি মাইক্রোযোগে শহরের হোটেল বাজার নিউ মার্কেটে পৌঁছান। এ সময় গোলাম রসুল তার গদি ঘর থেকে নেমে এসে বিজনকে স্বাগত জানান।

দুজন দুজনের শরীরের খোঁজ-খবরের নেন এবং কোলাকুলি করেন। এ সময় মারুফ আহমেদ বিজন গোলাম রসুলকে বলেন, আমি আপনার ছোট ভাই আমাকে দোয়া করবেন।

জবাবে গোলাম রসুল খুশি মনে বিজনের মাথায় হাত বুলিয়ে তাকে দোয়া করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।