মানুষের ভুল করার প্রবণতা আছে। কেউ কম আবার কেউবা ভুলের পর ভুল। একদিন ভুলে ডুবে থাকা ব্যক্তিটিও বুঝতে পারে তার জীবনে কুয়াশা লেগে আছে। তখন সেই আড়মোড়া হয়ে জেগে উঠে। তার জীবন সুন্দর হবে, সুখী হবে।
স্বপ্ন দেখবে স্বপ্ন সাজাবে।
প্রিয় পেত্নী
কেমন আছিস? অসম্ভব ঘৃণা আজ তোর মনে তাই না? পাহাড় সম ঘৃণা নিয়ে বেঁচে আছিস? হয়তো বাকি জীবন বেঁচে থাকার সম্বল এই ঘৃণা। কেমন আছি জানতে চাইবি না? কিভাবে বেঁচে আছি আমি আজও? “আমি ভাল নেই" আমার সকালটা শুরু হয় তোকে নিয়ে দেখা স্বপ্ন ভেবে ভেবে। ইদানীং তুই অসম্ভব রকমের জ্বালাতন করছিস আমাকে। সারারাত ধরে আমার সত্তায় জেগে থাকিস।
সারারাত আমি এক চিলতেও ঘুমাতে পারিনা। আমার দিনটা শুধু তোকে ভেবে ভেবে কাটে। কত কিছুতে নিজেকে জড়িয়ে রাখতে চাই কিন্তু তোর উপস্থিতি আমাকে আর তা হতে দেয় না।
মনে আছি কত পাগলামি ছিল আমাদের? কত গভীর ছিল সেই পাগলামি? কতটা ভালবাসায় মিশে ছিলাম নিজেদের মাঝে। তুই হয়তো এসব ভেবেই আজ কান্নায় ভেঙ্গে পড়িস।
নাকি পড়িস না জানি না। দুজনের ছিলনা কোন বাঁধা। অবিরাম ঘাসফড়িঙের মত উড়ে বেড়িয়েছি ক্যাম্পাস, লেক থেকে শুরু করে পুরো শহর। সেদিনের তোর ঠোঁটের স্পর্শ আজও লেগে আছে। পাশাপাশি কাঁধে কাঁধ রেখে চলার স্পর্শ লেগে আছে কাঁধে।
একটু বিদ্যুতের চমকানিতে ছোট বাচ্চার মত বুকে মুখ লুকিয়ে ছিলে আজও সেখানে তোমার স্পষ্ট অনুভূতি ধরা পড়ে। হাতের উপর আজও তোর হাতখানা অনুভূত হয়। এই আমি আজো বয়ে বেড়াচ্ছি।
সকাল সন্ধ্যা আমার সত্ত্বায় তুই দোলা দিয়ে যাস। তোর এই অবাধ বিচরণ তিলে তিলে আমাকে তোর ভালোবাসার আরও গভীরে নিয়ে যাচ্ছে।
এই ভালোবাসা থেকে আমার মুক্তি নেই। তবে এই মুক্তি আমি চাইও না। থাকি না স্বপ্নে তোর সাথে !! আমারও জানতে ইচ্ছে করে তুই ও কি আমার মত স্বপ্নে করিস ভালোবাসা?? তুইও কি আমার মত প্রতি রাতে আমার চোখে চেয়ে থাকিস ??? আমায় ভেবে ভেবে রাত পার করিস। আমাদেরই এই দূরে যাবার পেছনে একমাত্র আমিই দায়ী। ভুল লেগে থাকতো আমার মাঝে।
ভুল কখনো আমার পিছু ছাড়তো না। শত চেষ্টা আমি করেছি কিন্তু প্রতিবারই ভুলের কাছে পরাজিত। তাই আমার ভালবাসাও ভুলের কাছে ম্লান।
যা অতিক্রম করতে পারিনি বলে আজ আমি তোমাকে হারাতে বসেছি। জানিনা ঐ ভুলের রাজ্যকে তোর এতো ভয় কেন? অবশ্য এই দূরত্ব আমায় বুঝিয়েছে তুই কতটা দখল করে রেখেছিস আমাকে।
ভালোবাসা যে মানুষকে অসহায় করে তুলতে পারে সেটা বুঝার ক্ষমতা আমার হয়েছে। মানুষ ভালোবাসার জন্যই জন্মগ্রহণ করে আর সারা জীবন এই ভালোবাসাকেই খুঁজে ফিরে। আমি খুঁজে পেয়েছিলাম তোকে। মনে আছে পেত্নী আমাকে বলতি- “আমি যদি হারিয়ে যাই?” আমি বলতাম তোকে হারাতে দেবো না। সারা জীবন তোর থাকবো।
কিন্তু হারানোর ঝুড়ি ফেরি করতে বসে আজ জানতে ইচ্ছে হয় তুই কি ইচ্ছে করে হারিয়ে গেলি? আমার ভুল আমি শুধরিয়ে নিব। প্লিজ আজ স্বপ্ন থেকে হলেও যেন হারিয়ে না যাস।
তোকে ছাড়া আমার যে জীবন চলছে না তা না। দিন হচ্ছে, রাত হচ্ছে। কিন্তু এই জীবনকে ঠিক "জীবন" বলা যায় না।
তোকে ছাড়া আমার অস্পষ্ট চলা। এই কষ্টের জন্যই হয়তো আমার এই বেঁচে থাকা। আমিও বেঁচে থাকি আমার কষ্টও বেঁচে থাকুক সাথে স্বপ্নে তুইও বেঁচে থাক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।