আমাদের কথা খুঁজে নিন

   

যারা ভারতের Gunday মুভিটার উপর ক্ষ্যাপা তারা এদিকে আসুন ।

যারা ভারতের Gunday মুভিটার উপর ক্ষ্যাপা তারা নিজের মেগাবাইট খরচ করে মুভিটা ডাউনলোড করে, আবার মুভিটা দেখে নিজের মুল্যবান সময় নষ্ট না করে বরং IMDB তে গিয়ে মুভিটার রেটিং দিন ১/১০ আর গায়ে তেল থাকলে বাংলাদেশের ইতিহাস বিকৃতির জন্য ওখানে গিয়ে কমেন্ট করে আসুন।আমি রেটিং দেয়ার আগে মুভিটার রেটিং ছিল ৩.১/১০ আর আমি ১/১০ দেয়ার পর এর রেটিং হইছে ২.৯/১০। সবাই গনহারে ১/১০ রেটিং দেয়া শুরু করলে আর কমেন্টে গিয়ে এই রেটিং দেয়ার কারন জানিয়ে আসলে আশা তারা একটা ভাল ধাক্কা খাবে।
"গুন্ডে মুভি দেখে মেজাজ খারাপ হল"-টাইপ স্ট্যাটাস দেয়ার চেয়ে এই কাজ করা অনেক ভাল।
মুভির IMDB লিংকঃ http://www.imdb.com/title/tt2574698/
► ►ফেসবুক দিয়ে লগিন করেও সহজে রেটিং দিতে পাড়বেন ।
শেয়ার করে বন্ধুদেরও রিপোর্ট/রেটিং করতে উৎসাহ দিন।

সোর্স: http://www.techtunes.com.bd

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.