আমাদের কথা খুঁজে নিন

   

ভাষাসৈনিকদের সম্মাননা দিল জাতীয় প্রেসক্লাব

ভাষাসৈনিকদের সম্মাননা, জাতীয় প্রেসক্লাব সদস্য কবিদের স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করল জাতীয় প্রেসক্লাব।

প্রেসক্লাব চত্বরে আয়োজিত একুশে মঞ্চে গতকাল বিকাল সাড়ে ৪টায় কবিতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি আসাদ চৌধুরী। ক্লাবের সদস্যরা স্বরচিত কবিতা পাঠে অংশ গ্রহণ করেন।

এরপর ভাষাসৈনিক মুহম্মদ তকিয়ূল্লাহ, মর্তুজা বশীর, আহমদ রফিক, সুফিয়া আহমেদ ও জয়নুল আবেদীনকে জাতীয় প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।

ভাষাসৈনিকদের সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ। স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ এবং সূচনা বক্তব্য দেন প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক ও সাংস্কৃতিক উপ-কমিটির আহ্বায়ক ফরিদা ইয়াসমিন। সম্মাননা প্রাপ্ত ভাষাসৈনিকরা ভাষা আন্দোলনের সেই অগি্নঝরা দিনগুলোর স্মৃতিচারণ করেন। সন্ধ্যার পর জাতীয় প্রেসক্লাব সদস্যদের শিশু সন্তানদের অমর একুশের সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বুলবুল ললিত কলা একাডেমি (ওয়াইজঘাট ও ধানমন্ডি শাখা), বিশ্বকলা কেন্দ্র, কানাইলাল শিল্পী গোষ্ঠী জিনিয়া গ্রুপ, সংকেত সাংস্কৃতিক গোষ্ঠীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা অনুষ্ঠানে নৃত্য-গীত পরিবেশন করেন।

অনুষ্ঠানে প্রেসক্লাবের প্রবীণ ও নবীন সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।