আমাদের কথা খুঁজে নিন

   

যারে যে ভাবে ঘুরাও -ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী

[৫৩]
যারে যে ভাবে ঘুরাও
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী ।

যারে যে ভাবে ঘুরাও
সে ভাবে তার ঘুরতে হয়,
তোমার ইছায় দিবানিশি
ঘুরছে এই ব্রম্মাণ্ডময়-। ।

তোমার ইছা বিনে এ সংসারে
গাছের পাতা নাহি নড়ে,
তবে কেন আদমেরে
দূষি বলে দেখাও ভয়-। ।



শক্তি বলতে নাই কিছু যার
কর্ম করার সাধ্য কি তার,
সর্ব কিছু তোমার কারবার
তুমি জীবের ইচ্ছাময়-। ।

যার জন্ম মরণ আছে গাঁথা
তার কিসের আর সাধীনতা,
ভাল মন্দের নাই ক্ষমতা
তুমি সর্ব শক্তিময়-। ।

তুমি কারে হাঁসাও কারে কাঁদাও
কারে ডুবাও কারে ভাসাও,
কারে মার কারে বাঁচাও
তোমারই জয় পরাজয়-।



যার ইছায় ঘুরে বিশ্ব সংসার
দোষ গুণের সে হয় ভাগীদার,
কে করবে কার বিচার
ফরিদ পেল না তার পরচয়-। ।

তাং ২৪-০৩-১৯৮২ইং
মণিপুর, মীরপুর, ঢাকা।

[৫৩]
যারে যে ভাবে ঘুরাও
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী ।



যারে যে ভাবে ঘুরাও
সে ভাবে তার ঘুরতে হয়,
তোমার ইছায় দিবানিশি
ঘুরছে এই ব্রম্মাণ্ডময়-। ।

তোমার ইছা বিনে এ সংসারে
গাছের পাতা নাহি নড়ে,
তবে কেন আদমেরে
দূষি বলে দেখাও ভয়-। ।

শক্তি বলতে নাই কিছু যার
কর্ম করার সাধ্য কি তার,
সর্ব কিছু তোমার কারবার
তুমি জীবের ইচ্ছাময়-।



যার জন্ম মরণ আছে গাঁথা
তার কিসের আর সাধীনতা,
ভাল মন্দের নাই ক্ষমতা
তুমি সর্ব শক্তিময়-। ।

তুমি কারে হাঁসাও কারে কাঁদাও
কারে ডুবাও কারে ভাসাও,
কারে মার কারে বাঁচাও
তোমারই জয় পরাজয়-। ।



যার ইছায় ঘুরে বিশ্ব সংসার
দোষ গুণের সে হয় ভাগীদার,
কে করবে কার বিচার
ফরিদ পেল না তার পরচয়-। ।

তাং ২৪-০৩-১৯৮২ইং
মণিপুর, মীরপুর, ঢাকা। ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।