আমাদের কথা খুঁজে নিন

   

নতুন গ্যালাক্সি স্টার ট্রিওসে, তিন সিমের মোবাইল ফোন



স্যামসাং গ্যালাক্সি সিরিজে যুক্ত হচ্ছে তিন সিমের হ্যান্ডসেট গ্যালাক্সি স্টার ট্রিওস। সাশ্রয়ী মূল্যের এ হ্যান্ডসেটটি শুরুতে পাওয়া যাবে ব্রাজিলে। মাত্র সপ্তাহ দুয়েক আগে এলজির অপটিমাস 'এলওয়ান টু ট্রাই' বাজারে ছাড়ার পর একই ধরনের ডিভাইস অবমুক্তির ব্যাপারে দক্ষিণ কোরিয়ার এ প্রতিষ্ঠানটির বক্তব্য হচ্ছে, পিছিয়ে না থাকার জন্যই এ উদ্যোগ। হ্যান্ডসেটটির ভারতীয় বাজার মূল্য ১০ হাজার ৩৬০ রুপি। এতে রয়েছে ১.০ গিগাহার্জ স্ন্যাপড্রাগন প্রসেসর, অ্যান্ড্রয়েড ৪.১ জেলিবিন, ২ এমপি ক্যামেরা, এফএম রেডিও, ৪ জিবি ইন্টারনাল মেমোরি এবং ৩২ জিবি পর্যন্ত মেমোরি বাড়ানোর জন্য মাইক্রো এসডি কার্ড।

সেটটির পর্দা হবে ৩.১৪ ইঞ্চি আর বডির রঙ কালো আর সাদা। অচিরেই অন্যসব দেশের বাজারে এটি পাওয়া যাবে। তবে বিশেষজ্ঞদের ধারণা, মাত্র ১৩০০ এমএএইচ ব্যাটারি সেটটি চলার জন্য যথেষ্ট নয়। ফলে সারা দিনেই চার্জ ফুরিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এটির। অন্যদিকে একই বৈশিষ্ট্য ও দামের বেশ কয়েকটি সেট রয়েছে এলজির।



আরো পড়ুনঃ
নিয়ে নিন বাংলায় তৈরি অন্যতম ১০টি ফ্রি অ্যান্ড্রয়েড অ্যাপস!!!
জেনে নিন গুগলের আরো কিছু প্রয়োজনীয় সেবা
নিয়ে নিন Facebook Chat করার জন্য অসাধারণ Android Apps
ফ্রি মোবাইল/পিসি থেকে ভয়েস কল এবং সাথে আরো কিছু মজার সার্ভিস!



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.