আমাদের কথা খুঁজে নিন

   

রাজধানীতে ভেসমল পানে কলেজছাত্রীর মৃত্যু

রাজধানীর ভাটারায় ভেসমল পান করায় এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।

বারিধারার জে ব্লকের সাউন্ট পয়েন্টে একাদশ শ্রেণীতে পড়ুয়া ছাত্রীর নাম লামিয়া তাওফিন (১৭)। লামিয়া বাবা-মায়ের সঙ্গে ভাটারার সোলমাইট এলাকায় থাকত। তাদের গ্রামের বাড়ি যশোরের বাগারপাড়া থানার দয়াপুর গ্রামে।

নিহতের মা শাহনাজ পারভীন লিপি বলেন, শুক্রবার সন্ধ্যার সময় স্থানীয় এক দোকান থেকে ভেসমলটি কিনে আনে লামিয়া। পড়ার টেবিলে বসে ভেসমল পান করে আমাকে জানায়। রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক সংশ্লিষ্ট থানায় বিষয়টি অবহিত করেছেন বলে জানিয়েছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.