তেলেঙ্গানা বিল পাস নিয়ে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ফেসবুকে করা প্রতিক্রিয়ায় কংগ্রেস ও বিজেপিকে আক্রমণ করে তৃণমূল নেত্রী বলেছেন, "লোকসভায় যেভাবে তেলেঙ্গানা বিল পাস হয়েছে তা অসাংবিধানিক, অগণতান্ত্রিক এবং বেআইনি।"
তিনি বলেন, বিরোধীরা সংশোধনী এনেছিলেন, ভোটাভুটি চেয়েছিলেন। কোনওটারই অনুমোদন দেওয়া হয়নি। লোকসভায় বেআইনিভাবে পাস হওয়া বিল কীভাবে রাজ্যসভায় পেশ হল, তানিয়েও প্রতিবাদ জানিয়েছে আমাদের দল।
মমতা বলেন, 'আমি দেখে আশ্চর্য হয়ে যাচ্ছি যে, নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য কীভাবে হাতে হাত মিলিয়ে কাজ করেছে কংগ্রেস ও বিজেপির সিন্ডিকেট। গুরুত্বপূর্ণ আইন, যা রাজ্যগুলির পক্ষে জরুরি, সেকাজে রাজ্যগুলিকেই সঙ্গে না নিয়ে যদি দুটি রাজনৈতিক দল এভাবে যোগসাজশ করে কৌশলী অবস্থান নেয়, তাহলে দেশের ভবিষ্যত্ কি হবে? এই অনৈতিক জোট দেশের কাছে একটা বিপদ সঙ্কেত।'
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।