আমাদের কথা খুঁজে নিন

   

গুন্ডে কথন



নিশি ভাই, ও নিশি ভাই!
কিরে এতো ডাকতেছস ক্যান?
না ভাই মানে আপনার মতটা জানতে আইলাম।
মত? কিসের মত?
ঐযে "গুন্ডে" ছবির মত?
কি "গুন্ডা?!"
আরে গুন্ডানা গুন্ডা। গুন্ডে। বলিউডের সুপার টুপার হিট মুভি। "গুন্ডে।

"
ও... না ভাই কোন মত নাই। এখনো ছবিটা দেখি নাইতো!
হায় হায় কন কি। এই মুভিটা লইয়া সারা বাংলায় তোলপাড় খাইতেছে। আর আপনি কিনা...
তোলপাড়? কিসের তোলপাড়?
হায় হায়রে ভাই আপনি কুন দেশে আছেন এখন? সারা দুনিয়ার খবর রাখেন। আর এইটার খব রাখেননা।

আরে ভাই ইন্ডিয়ানরা
আমাগোরে লইয়া বড়ো ফাইজলামী শুরু কইরা দিছে।
ফাইজলামী কি আর এখন শুরু করছে নাকি? ফাইজলামী শুরু করছে সেই বহু আগে থেকে। দেখছনা প্রতিদিন বর্ডারে মানুষ গুলি কইরা মারে। আবার তিস্তার হিস্যা, টিপাইমুখ কিচ্ছা আর রামপাল লইয়া কত্তগুলা দিস্তা ফাইজলামী করতাছে প্রতিদিন।
আরে ভাই সেই ফাইজলামী না।

সেইটা কি কোন ফাইজলামী হইছে নাকি? এরা আমাগোর হিস্টোরি লইয়া ম্যলা ক্রাইম করছে। ঐযে "গুন্ডে"র কথা কইলামনা। এই গুন্ডের মুভিত্তে আমাগোর হিস্টোরি বিকৃতি করছে।
রাখ! রাখ! তোর লেকচার রাখ। এখনো তুই আমার কাছে আইসছ ক্যান এইটা ক!
না ভাই মানে, এইটা লইয়া কিচ্ছু করবেননা।

আপনে না বাঙ্গালী। কিচ্ছু কন এইটার ব্যাপারে।
শুন যেই দেশের পোলাপাইনেরা "গুন্ডারে" "গুন্ডে" কয়। কথার শেষে "হোগা" টানে। হ্যারগোর ব্যাপারে আমার কিচ্ছু কওয়ার নাই।

কোন মাথা ব্যাথা নাই। লাই দিলে হ্যারা এরা কাঁধে উঠবোই। আর বাঙ্গালী যতই তাফাল্লিং করুক, অবসরে ঠিকই "মুন্নী বদনাম হুয়ি,ডারলিং তেরে লিয়ে" কইয়া "স্টার জলসা" দেখতে বইবই। জি বাঙলা না দেখলেই বাঙ্গালীর ঘুম আইবোনা। জানছতো জি মানে জীবন।

জীবন মানে জি বাঙলা।
কিন্তু ভাই...
থামা তোর ক্যাচাল। এই প্যাচাল আমার এখানে না পাইড়া গণজাগরণ মঞ্জে গিয়া পাড়। তোর ঐতিহাসিক মুক্তিযোদ্ধারা চুপ ক্যান।
আমার কথা শুনে ছেলেটা আর কিছু বলেনা।

ভ্যাবাচ্যাকা খেয়ে চইলা যায় তার পথের পানে। আমিও আর কিছু না বইলা আমার গন্তব্যে পা বাড়াই মায়ার টানে।


এই যে এতগুলো কথা বল্লাম,এটাই কিন্তু শেষ কথা নয়। আজ পর্যন্ত দেশের বিরুদ্ধে অনেক কিছু হতে দেখেছি। কই কাউকে দেখিনি সেরকম কোন কার্যকর ভুমিকা পালন করতে।

না সরকারের পক্ষ থেকে। না জনতার মধ্য থেকে কাউকে। এতো বড় একটা ঘটনার পর উচিৎ ছিল বড় সড় আকারের আন্দোলন করা। সেটা কেউ করেনি। তারপরও সেশে একটা কথা বলবো, এই লিংকে গিয়ে একটা নিম্নমানের রেটিং দেন।

এই রেটিং দ্বারা আমরা হয়ত্র কিছুই করতে পারবোনা। তবে সবাইকে এটা বুঝিয়ে দিতে পারবো যে, যশরাজ ফিল্ম বা ভারত সরকার যা করেছে তা মোটেও ঠিক করেনি। আজকে হয়তো আমরা এই ছোট খাটো ধরনের কর্মসুচীতে সীমাবদ্ধ আছি। কালকে এর চেয়ে আর ছোট পরিসরে আগাবো সেটা ভেবে ভুল করিয়েননা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.