আমাদের কথা খুঁজে নিন

   

গুন্ডে মুভি আর গণজাগরণ মঞ্চ

সুন্দর একটা প্রথিবী গড়ব বলে

হায়রে বাংলাদেশ!!!!!!!
হায়রে বাংলাদেশ!!!!!
কত ধরনের মানুষ যে এর বুকে দেখা যায়, এই জন্য হুজুগে মাতাল কথাটা খুব খারাপ না।
গুন্ডে মুভিতে বাংলাদেশের জন্ম নিয়ে যে তথ্যটা দেয়া হল সেটা নিয়ে যখন সবাই হইচই শুরু করল তখন আমাদের গণজাগরণ মঞ্চ যারা নাকি এ দেশের দ্বিতিয় মুক্তিযোদ্ধা!!!!!!!!!!!! তারা নাকি এদেশের প্রকৃত দেশ প্রেমিক অথচ তারা হঠাৎ করে নিশ্চুপ হয়ে গেল এমনকি ঘাদানিক কমিটি যারা এদেশেকে রক্ষার ভারত চষে বেড়াই তারাও নিশ্চুপ!!!!!!!!!!

কি কারণে তাদের এই নিশ্চুপতা????????? কোন জিনিসটা তাদেরকে ঘুম পাড়িয়ে দিল???????? তাদের চেতনায় আজকে কেন যে আর ঘা লাগেনা তা আজ সবার মনে উৎসুক প্রশ্ন।
তার মানে কি তারাও এটাকে স্বীকার করে না অন্য কিছু যা আমরা অবশ্য জানি কাদের টাকাই শাহাবাগে এত নাচানাচি, এত খিচুরীর উৎসব, এত কনডমের ছড়াছড়ি, সারা রাত ধরে অপকর্মের লীলাখেলা ইত্যাদি ইত্যাদি।

অথচ এরাই জামাতকে এদেশথেকে বের করে দেবে তাদেরকে ফাসিতে
ঝোলায়ে অস্তিত্ব বিলীন করে দেবে শুধুমাত্র এই একই কথা বলার কারণে। কারণ জামাত এদেশের স্বাধীনতার যুদ্ধকে গৃহযুদ্ধ অথবা ভারত-পাকিস্তান যুদ্ধ বলে সেই আদি থেকেই বলে আসছে।

তাহলে কে দোষী???????? জামাত না এরা যারা আজ গুমের বড়ি খেয়ে দাদাবাদুদের চটাতে চায়না??????????

এদের দ্বিমুখীতা শুধু আমরা আজ দেখিনা। যশোরের মলোপাড়ায় হিন্দুদের উপড় অত্যাচার করল আওয়ামীলীগ-ছাত্রলীগ আর সেখানে গিয়ে ইমরান এইচ সরকার জামাতকে গাল দিয়ে আসল!!!!!!!!!! দোষ করল আমলীগ আর তিনি এদেশের রাষ্ট্রপতির উপরের রাষ্ট্রপতি যিনি যত দোষ খুজে পান জামাতের পাচায়!!!!!!! যেন তাকে এসাইনমেন্ট দেয়া হয়েছে যেখানেই পায়খানা পাবে তা জামতের পাচায় একটু লাগায়ে দেবে কে হাগল তার কোন খোজ নেই!!!!!!!!!!

এদের কে নিয়ে অনেকে স্বপ্ন দেখে ভারতের কেজারিওয়াল বানানোর। এরা যদি এদেশের কেজারিওয়াল হয় তাহলে, আমরা তো এখন অপূর্ণ অঙ্গরাজ্য আমাদের দেশের আগে শাহারা কোম্পানির নাম ছাড়া আমাদের অস্তিত্ব বোঝা যায়, পূর্ণ অঙ্গরাজ্য হতে আর দেরী করতে হবেনা!!!!!!!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.