আমাদের কথা খুঁজে নিন

   

ঠাকুরগাঁওয়ে ছেলেকে জবাই করে বাবার আত্মহত্যা

ঠাকুরগাঁও হরিপুর উপজেলার লহিচাঁদ এলাকায় ছেলে রুস্তম (১৩) কে জবাই করে বাবা তসির উদ্দিন (৪৫) আত্মহত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।

আজ সকালে পুলিশ দুটি লাশ উদ্ধার করে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, হরিপুর উপজেলার চোরঙ্গী লহিচাঁদ এলাকার মুদি দোকানী তসির উদ্দিনের সঙ্গে গতকাল সকালে তার স্ত্রীর সাথে ঝগড়া বাঁধে। এ সময় তসির উদ্দিনের স্ত্রী ও মেয়ে বাড়ি থেকে বেড়িয়ে পড়ে। সন্ধ্যা পর্যন্ত স্ত্রী ও মেয়ে বাড়িতে ফিরে না আসায় ছেলে রুস্তমের সাথে তার বাবার কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে উত্তেজিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে ছেলে রুস্তমকে জবাই করে হত্যা করে বাবা তসির উদ্দিন। পরে তসির উদ্দিন নিজ ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।

আজ সকালে প্রতিবেশীরা লাশ দেখতে পেলে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

হরিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, খবর পেয়ে পুলিশ বাবা ও ছেলে লাশ উদ্ধার করেছে।

তসির উদ্দিন কি কারণে ছেলেকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি। তবে পুলিশ ওই ঘটনার তদন্ত করছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.