আমাদের কথা খুঁজে নিন

   

ওয়াল্টন ও সিম্ফোনির নকল যুদ্ধে কে জিতবে ???


সিম্ফনি আর ওয়াল্টণ বাংলাদেশের একটা প্রতিদন্দি মোবাইল কোম্পানি । কিন্তু কয়েক মাস যাবত সিম্ফনির নতুন কোন স্মার্ট ফোন বাজারে আনছিল না , কিন্তু ওয়াল্টন একের পরে এক চোখ ধাধানো স্মার্ট ফোন নিয়ে আসছিল , তারা নিয়ে আসল বাংলাদেশের সব থেকে উন্নত ফিচারে স্মার্ট ফোন প্রিমো জেড এক্স । প্রিমো জেড এক্স সম্পকে জানতে চাইলে এই নিউজ পরতে পারেন । কিন্তু আসল কথা হল এই ফোন কিন্তু ওয়াল্টন নিজে প্রস্তুত করে নি তারা শুধু রি ব্রান্ড করেছে । মানে অন্য ব্রান্ডের স্মার্ট ফোন নিজেদের নামে চালিয়ে দিয়েছে ।

 ওয়াল্টনের জেড এক্স হল Gionee Elife E7  এর রি ব্রান্ডিং মডেল । এখান থেকে দেখতে পারেন এই সেট স্পেসেফিকেশন । এভাবে তারা যে প্রিমো এক্স ২ এনেছে এটাও জিওনির একটা রি ব্যান্ডিং মডেল , তবে এখানে মজার একটা ব্যাপার হল তারা কিন্তু এই সেটের দাম জি অনির সেট গুলার থেকে কম । তবে একথা ঠিক যে তারা কম দামের ভিতরে বেশ ভালো মানের হ্যান্ড সেট বা স্মার্ট ফোন বাজারে এনে থাকে । এবার আসি সিম্ফনির দিকে সিম্ফনি বেশ কিছু দিন ধরে বাজারে নতুন কোন স্মার্ট ফোন নিয়ে আসছিল না হয়ত তারা ওয়াল্টনের দিকে লক্ষ রাখছিল যে তারা কোন ফোন বাজারে আনে এর কারন সিম্ফণির জনপ্রিয়তা দিনে দিনে কমছে এর কারন হল তারা ওটাল্টনের থেকে বেশি দামে স্মার্ট ফোন বিক্রয় করে যেমন সিম্ফনির জেড আই সেট এর দাম ধরা হয়েছে ১৯৫০০/- টাকা , আর প্রায় সেম ফিচারের ওয়াল্টন প্রিমো আর ২  আর দাম ১৪৯৯০/- টাকা বরং ওয়াল্টন আর ২ এর ক্যামেরা সিম্ফনি জেড আর এর থেকে হাজার গুনে ভাল , আর এর ফ্লাস লাইট ও অসাধারন, রাতের বেলা দিনের মত ক্লিয়ার আর স্পট ছবি তুলতে পারে , আর সিম্পনির কাস্টমার কেয়ারের কথা আমার বলতে হবে না আপনারাই বলেন যে কোন সেট দিলে তা ফেরত পেতে মিনিমাম ৭ দিন থেকে ১৫ দিন লাগে, আর এখন পর্যন্ত সিম্ফোনির ২ গিগা র‍্যামের কোন স্মার্ট ফোন বাজারে আনে নি আর ওয়াল্টন এ দিক থেকে ওয়ালটন বেশ এগিয়ে আছে  তাদের ২ গিগা র‍্যামের অনেক স্মার্ট ফোন বাজারে আছে তারা এবার ৩ গিগা র‍্যামের স্মার্ট ফোন বাজারে আনতে যাচ্ছে ।

যা ই হোক না কেন মুল কথায় ফেরত আসি , সিম্ফনি এবার তাই ওয়াল্টনকে টপকানোর জন্য তারা বাজারে আনতে যাচ্ছে Symphony Xplorer ZIII । এই সেটে কিছু আকর্ষণীয় ফিচার আছে সেটা হল এই সেটে আছে অক্টা কোর প্রসেসর যা কিনা বাংলাদেশের কোন ব্রান্ডের এই প্রথম স্মার্ট ফোন , আর এর সামনে কোন ক্যামেরা নেই তবে হতাশ হবেন না এর ক্যামেরা রোটেবল মানে ঘুরানো যায় আপনি পিছনেরর ১৩ মেগা পিক্সেল ক্যামেরা সামনে ঘুরিয়ে ব্যাবহার করতে পারবেন , তবে বরাবরের মত এই সেটে ও র‍্যাম কম মাত্র ১ গিগা বাইট, অক্টা কোরের স্মার্ট ফোনের মজা পেতে হলে মিনিমাম ২ গিগা র‍্যাম লাগে সেখানে সিম্ফনি মাত্র ১ গিগা র‍্যাম দিছে , কিন্তু এখানে আসল কথা হল এই সেট তো আর সিম্ফনি নিজে অর্ডার দিয়ে বানায়নি এটাও তারা এক কথায় নকল করেছে । ওয়াল্টন নকল করেছে বা রি ব্রান্ডিং করেছে Gionee Elife E7 আর সিম্ফনি করেছে  Gionee Elife E7 mini  . কি বুজলেন তারা কিন্তু প্রায় এক মডের এক কোম্পানির হ্যান্ডসেট রি ব্রান্ডিং করতেছে । শুধু একটা মিনি আর একটা মিনি বাদে :p .
শেষ কথা - গত বছরের একটা রিপোর্ট এ দেখা গিয়েছে যেঁ বাংলাদেশের টপ  সেল স্মার্ট ফোন ব্রান্ডে প্রথম আছে সিম্ফনি মোবাইল, দ্বিতীয় ওয়াটন মোবাইল আর ৩ নাম্বারে আছে স্যামসাং মোবাইল । তবে এ বছরের রিপোর্ট এখনো প্রকাশ করা হয় নি যদি সিম্ফনি মোবাইল তাদের সেবার মান ও হ্যান্ডসেটের মান  উন্নত না করে তাহলে তাদের এই প্রথম স্থান এ বছরই হারাতে হবে ।


বিঃ দ্রঃ -  উপরের এই লেখা গুলা আমার ব্যাক্তিগত মতামত। উপরের এই পোস্ট লিখতে গিয়ে আমি প্রায় ৩ মাস যাবত মোবাইল বাজারের দিকে লক্ষ রেখেছি এবং এরই ধারাবাহিকতায় আজকের এই পোস্ট লেখা ।
এই লেখার উপরে আপনাদের মতামত জানাতে ভুলবেন না ।
পূবে এখানে প্রকাশিত 

সোর্স: http://www.techtunes.com.bd     দেখা হয়েছে ৬৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।