বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility যন্ত্রাংশ সংযোজন শিল্পকে কি দেশী পন্য বলে চালানো যায় ? বাংলাদেশের কি আদও কারিগরী জ্ঞান আছে যন্ত্রাংশ তথা পূর্ণ বিদ্যুতিক ব্যবহার্য জিনিস তৈরীতে ? (ওয়াল্টনকে আবর্তন করে প্রশ্ন করা হচ্ছে) ওয়াল্টন কি দেশের মানুষের মন নিয়ে ছেলে খেলা করছে না ? কোয়ালিটি পন্যের প্রথম কথা , সেখানে দেশপ্রেম এর প্রশ্ন আসছে না । একই দামে বিদেশী পন্যে(আমাদানীকৃত তবে দেশে সংযোজনকৃত নয় এমন) বেশী কোয়ালিটি থাকলে কেন দেশে সংযোজনকৃত মেশিন কিনব ? চীন যদি বা তাইওয়ান বা দেশ থেকেই যন্ত্রাংশ আনুক না কেন , তারা যদি রপ্তানী বন্ধ করে দেয় তাহলে আদও কি ওয়াল্টন নিজে পন্য উতপাদন করতে সক্ষম ? সেই কারিগরী জ্ঞান কি তাদের আছে ? আর তাদের এক সাথে এত পন্যের পেটেন্ট কিনা আর তার কারখানা স্থাপন করা বিপুল ভাবে সম্ভব কি ? বাস্তবতা কি বলে ? সারমর্ম ওয়াল্টন যা চাইনিজ মাল তাই !! যাই কিনুন কোয়ালিটি ও চাহিদা অনুযায়ী কিনুন । দেশী বিদেশী সিল দেখে নয় ! --------------------------- লেখাটা অন্য ব্লগ পোষ্ট দেখে মাথায় আসল ! আগে ওয়াল্টনকে দেশীই মনে করতাম ! কিন্তু সংযোজন শিল্প আদও দেশী পন্য হতে পারে না ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।