ঘুম থেকে জেগে দেখি মৃত্যু শিয়রে গুনছে প্রহর......
সামু কতৃপক্ষের ওয়াচে রাখার ব্যাপারটাতে আরো স্বচ্ছতা আনা দরকার।
ব্লগীয় নীতি ভাংগার জন্যেই সাধারনত ব্লগার দেরকে ওয়াচে নেয়া হয়। হয়তো প্রথমপাতায় পোষ্ট আসা নিষিদ্ধ হয় নয়তো কমেন্ট করা নিষিদ্ধ হয়। কিন্তু নিষিদ্ধ কতদিনের জন্য তা কেউ জানে না। বারবার দোষ স্বীকার করে পোষ্ট দিলেও কোন লাভ হয় না।
এতে করে একজন ব্লগারের ব্লগিং করার মানসিকতা কমতে শুরু করে।
এতে সাধারন ভাবে মডারেটরদের একগুয়েমি বা দেখেও না দেখার ভান করার অভিযোগ করা যেতে পারে। কিন্তু আমার মনে হচ্ছে যোগ্য মডারেটর স্বল্পতা একটা বড় কারন। সমাধানটা তাহলে অন্য ভাবে করা যেতে পারে।
সমাধানটা এমন হতে পারে, প্রথমবার ১ মাস ওয়াচে রাখা হবে।
দ্বিতীয়বারে ২ মাস, তৃতীয়বারে ৪ মাস, চতুর্থবারে ৮ মাস ওয়াচে রেখে ব্লগীয় নীতি ভাংগার শাস্তি দেয়া যেতে পারে। এবং ব্লগ সফট্ওয়্যার এ এটা অটোমেট করা খুব বেশি ঝামেলা না। প্রথম ১/২ বার শাস্তিই একজন ব্লগারের জন্য যথেষ্ট বলে মনে হয়। ব্লগীয় নীতিও স্বচ্ছতা পারে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।