আমাদের কথা খুঁজে নিন

   

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ওএসডি

সোমবার তার সঙ্গে পাট অধিদপ্তরের মহাপরিচালক মো. নাসির উদ্দিনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার প্রজ্ঞাপনও জারি হয়েছে।

সিফায়েত উল্লাকে ওএসডি করে প্রজ্ঞাপনের পাশাপাশি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক দীন মো. নুরুল হককে ভারপ্রাপ্ত মহাপরিচালক করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

ডা. সিফায়েত ২০১০ সাল থেকে অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন।

অতিরিক্ত সচিব নাসির উদ্দিনকে ওএসডি করে পাট অধিদপ্তর থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

সোমবার মোট ১৯ জন যুগ্ম-সচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে বদলি করে আলাদা আদেশও জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম-সচিব মো. আলাউদ্দন ফকিরকে সড়ক বিভাগে, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে বদলির আদেশাধীন যুগ্ম সচিব সত্যব্রত সাহাকে ত্রাণ মন্ত্রণালয়ে, ওএসডি যুগ্ম-সচিব এম এ মান্নান হাওলাদারকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে বদলি করা হয়েছে।

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের সদস্য পরিচালক মো. আব্দুস সামাদকে ওএসডি, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের সচিব মো. রাফিউল আলমকে ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব, ওএসডি যুগ্ম-সচিব কাজী মোস্তফা সারোয়ারকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে বদলি করা হয়েছে।

এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রকল্পের পরিচালক হিসাবে বদলির আদেশাধীন হারুন-উর-রশীদ খানকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে, বিসিআইসির পরিচালক কাজী রওশন আখতারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এবং ওএসডি যুগ্ম-সচিব খন্দকার ফাতেমা বেগমকে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হিসাবে বদলি করা হয়েছে।

আলাদা আদেশে বিএডিসির পরিচালক যুগ্ম-সচিব এ কে নাজমুজ্জামানকে জুট মিলস করপোরেশনের পরিচালক, দুয্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুনীর চৌধুরীকে নিপোর্টের পরিচালক, নিপোর্ট পরিচালক বাবুল চন্দ্র রায়কে জুট মিলস করপোরেশনের পরিচালক হিসাবে বদলি করা হয়েছে।

সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এন আহাম্মদ আলীকে নদী গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক, জীবন বীমা করপোরেশনর মহাব্যবস্থাপক জ্যোতি লাল কুরিকে রাজশাহী রেশম উন্নয়ন বোর্ডের সদস্য, এনার্জি রেগুলেটরি কমিশনের পরিচালক আবুল কাশেমকে বৈদ্যুতিক উপদেষ্টা ও প্রধান বিদ্যুৎ পরিদর্শকের কার্যালয়ের পরিদর্শক করা হয়েছে।

এছাড়া ওএসডি যুগ্ম-সচিব পারভীন আখতারকে মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের সচিব, ন্যাশনাল ল্যান্ড জোনিং প্রজেক্টের প্রকল্প পরিচালক যুগ্ম-সচিব আব্দুল হাইকে বিসিআইসির পরিচালক এবং ওএসডি যুগ্ম-সচিব মোহাম্মদ মাহফুজুল হককে বিএডিসির পরিচালক হিসাবে বদলি করা হয়েছে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।