আমাদের কথা খুঁজে নিন

   

দূরের জানালায়

রাত জাগা ভোরে তুমি ছিলে পাশে মিষ্টি অনুভবে
সুখের নেশা ছিল মনে, দেহের প্রতিটি ভাঁজে ভাঁজে
জোছনা মেলে চোখ ছিল উন্মুখ হারানো কল্লোলে
চোখ বুজে নিঃশ্বাস নিলে তোমার উষ্ণ দেহের ভেতর থেকে_
কাঠ গোলাপের গন্ধ ভেসে আসে, আমায় মাতাল করে তোলে।

বর্ষাস্নাত প্রথম প্রহরে বাগানে ফুল ফোটে থরে থরে
কিছু ফুল তুলে রেখেছি যতনে দেব বলে তোমার চরণে
আমার মনের দাম দিতে চাইলে চলে এসো এই লগনে
দূরের জানালায় কিছু হাওয়া এলে সেই হাওয়ায় ভেসে ভেসে
সবুজ ঘাসের পিঠে, মিঠেকড়া রোদে স্বপ্ন বুনব দু'জনে।

আঁকছি ছবি হেমন্তের রঙ মেখে স্বপ্নিল ক্যানভাসে
তুলির কোমল মায়ায় জড়ানো মহুয়ার নন্দিত বাঁধনে
তুমি নও কোনো মোনালিসা, মেঘ থেকে নেমে আসা অপ্সরী
তুমি বিধাতার হাতে গড়া সরল অনুরাগে চাকচিক্য মানবী
কমলাকরের জল ঢেলে তোমার চোখে-ঠোঁটে রবো চির ভাস্বর হয়ে।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।