একটা আটপৌরে ঘরোয়া সাদামাঠা প্রেমের কবিতা লিখতে চাই
দেহাতি সময় থেমে আছে ওই চোখের পাতায়
যেখানে দ্রোহ আর উত্তাপ শুয়ে থাকে পাশাপাশি
এই ধর্ষিত সময়ে,
জানি বিপ্লব ঘুমিয়ে পড়েছে কথিত প্রত্যাখাতে
ধূসরিত পথ ঢেকে গেছে ঝরা পত্রাবলিতে
একান্ত আলিঙ্গনগুলো বেহায়া হতে চায়
উন্মুক্ত রাজপথে,
প্রেয়সী, তোমার আঁচল বিছিয়ে দাও
ভাঙা চুড়িতে যেন ওদের পা না কাটে
আমি দ্রোহকে চুম্বন করব উত্তপ্ত বুকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।