আমাদের কথা খুঁজে নিন

   

আমিও একটা বেলুন



আমিও একটা বেলুন। দুই টাকা দামের বেলুন। আমি জানি আমি একটা পঁচা, কালো বেলুন। তোমাদের মত চমৎকার রং, শেপ কিছুই নাই আমার। কিন্তু আমিও আকাশে উড়তে চাই।

ভূপৃষ্ঠের অনেক উপরে উড়তে চাই।
আমি জানি আমার মধ্যে হিলিয়াম নেই। কিন্তু আমাকে আমার হিলিয়াম খুঁজে বের তো করতে দিবে! তোমাদের কি খেয়েদেয়ে কোন কাজ নেই? আমার মধ্যে উল্টাপাল্টা বাতাস দিয়ে তোমাদের খেলার উপকরণ বানানোটাই কি তোমাদের কাজ? অদ্ভূত! আমি তোমাদের খেলার উপকরণ হতে চাই না। আমি কি তোমাদের আকাশে উড়তে মানা করেছি? তোমরা উড়তে চাইলে উড়ো, না উড়তে চাইলে চুপচাপ বসে থাকো। আমি তো তোমাদের সাথে ঝগড়া করতে চাই না! কেন আমাকে ফালতু বাতাস দিয়ে ফুলিয়ে আবার ফুটো করে দিতে চাচ্ছ?
তোমরা যদি আমার উপকার করতে চাও তবে আমাকে হিলিয়ামের সন্ধান পেতে সাহায্য কর।

আমি জানি তোমরা তা কখনোই করবে না। তাহলে আমাকে আমার কাজ করতে দাও। আমার হিলিয়াম আমার নিজেকেই যোগার করতে হবে। ওই যে দেখ, তোমাদের বাধা পেরিয়ে কত বেলুন এখন আকাশে উড়ছে! আমিও পারব। সাহায্য করতে না চাও কোর না, কিন্তু কেন আমাকে ভয়ে ভয়ে থাকতে হবে তোমাদের জন্য?



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।