আমাদের কথা খুঁজে নিন

   

নিজামীর মামলার ফের যুক্তিতর্ক ১০ মার্চ

যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত জামায়াতে ইসলামির আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মামলায় ফের যুক্তিতর্ক হবে ১০ মার্চ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর নতুন চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের ৩ সদস্যের ট্রাইব্যুনাল বুধবার এ দিন ধার্য করেছেন।

এর আগে গত বছরের ২০ নভেম্বর উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে নিজামীর মামলার রায় অপেক্ষমাণ (সিএভি) রেখেছিলেন বিদায়ী চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবিরের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল। কিন্তু রায় দেওয়ার আগেই তিনি অবসরে চলে যান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।