আমাদের কথা খুঁজে নিন

   

নজরুল ইসলাম হিরু পানি সম্পদে

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ এ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে রয়েছেন।

বুধবার দুপুরে শপথ অনুষ্ঠান শেষে বঙ্গভবন থেকে বের হয়ে সাবেক সেনা কর্মকর্তা নজরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাকে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে। চ্যালেঞ্জ নিয়ে গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ে কাজ করতে চাই।

“শপথের পর প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, দায়িত্ব বুঝে নিয়ে সঠিকভাবে কাজ করতে হবে। ”

বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদীগুলো নিয়ে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে এই আওয়ামী লীগ নেতা বলেন, এসব বিষয়ে তিনি কাজ করতে চান।

প্রধানমন্ত্রীর দেয়া দায়িত্ব পালন করতে চান সঠিকভাবে।

বুধবার দুপুরে বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে  দিনাজপুর-৪ আসানের সাংসদ এ এইচ মাহমুদ আলীকে মন্ত্রী এবং নজরুল ইসলাম হিরুকে প্রতিমন্ত্রী হিসাবে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শেখ হাসিনার এই সরকারে গত ১২ জানুয়ারি শপথ নেন ৪৯ মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী। নতুন দুজনকে নিয়ে মন্ত্রিসভার আকার দাঁড়াল ৫১ জনে।

নতুন দায়িত্ব পেয়ে ‘আনন্দিত’ হিরু বলেন, “এই মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের সঙ্গে কাজ করাটা হবে আমার জন্য সব থেকেই আনন্দের।

১৯৫১ সালের ০৩ আগস্ট নরসিংদীতে জন্মগ্রহণ করা নজরুল ইসলাম হিরু ১৯৮৫ সালে প্রতিরক্ষা বাহিনীর কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে গ্র্যাজুয়েশন (পিএসসি) করেন। মুক্তিযুদ্ধে সম্মুখসমরে বীরত্বপূর্ণ অবদানের জন্য বীরপ্রতীক খেতাবে ভূষিত হন তিনি।

অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল নজরুল ইসলাম যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের সহকারী মিলিটারি এডভাইজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে পেশায় ব্যবসায়ী নজরুল প্রথম সংসদে আসেন ২০০৮ সালের জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে। নবম সংসদে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করন তিনি।

নজরুল ইসলামের স্ত্রী ফারজানা নজরুলও শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাদের একটি ছেলে ও একটি মেয়ে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।