আমাদের কথা খুঁজে নিন

   

কিভাবে বুঝবেন কে আপনার মোবাইল ভুল পাসওয়ার্ড দিয়ে খোলার চেষ্টা করেছে?

Ads by Techtunes - tAds

ধরুন আপনার মোবাইল টা কারো কাছে রেখে গেলেন অথবা বাসায় রেখে গেলেন। আপনার অনুপস্থিতিতে কেউ ধরুন আপনার মোবাইল টি আনলক করার চেষ্টা করেছে যদিও তাকে আপনি এজন্য অনুমতি দেননি। এখন কিভাবে বুঝবেন সেই লোকটা কে?


খুব সহজে! শুধুমাত্র Hidden Eye অ্যাপ টির মাধ্যমে! এই অ্যাপ টি আপনার মোবাইল এ ভুল পাসওয়ার্ড দেয়া সকল ব্যাক্তির ছবি তুলে রাখবে। পরে ছবি দেখে খুব সহজে আপনি তাকে চিনতে পারবেন।
যেভাবে ইন্সটল করবেন-
১।

প্রথমে গুগল প্লে থেকে অ্যাপ টি ডাউনলোড করে নিন -  Download

Direct APK Download-  Download

২। ইন্সটল করার পর অ্যাপ টি ওপেন করুন। এরকম একটা স্ক্রীন দেখবেন- 

৩। এবার ON ক্লিক করে অ্যাপ টি এনাবল করুন।


৪।

Activate device administrator একটিভেট করুন।

ব্যাস হয়ে গেল! আপনি এটা আর ডিঅ্যাকটিভ করবেন না। এখন মোবাইল টা লক করুন এবং নিজেই ভুল পাসওয়ার্ড দিয়ে টেস্ট করুন। একবার ভুল পাসওয়ার্ড দেয়ার পর এবার সঠিক পাসওয়ার্ড দিন। দেখবেন খোলার সাথে সাথে আপনাকে জানিয়ে দিচ্ছে কে ভুল পাসওয়ার্ড দিয়েছিল এমনকি তার ছবিও দেখিয়ে দিবে।

পোস্ট টি বিডি ড্রয়েড থেকে নেয়া।

সোর্স: http://www.techtunes.com.bd

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.