আমাদের কথা খুঁজে নিন

   

জেএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর এক ছাত্র সুইসাইড করেছে gpa-5 না পেয়ে ! অভিভাবকদের নিজ সন্তান বিকলাঙ্গ করা আর কয়দিন চলবে ?

আমি ঘুরিয়া ঘুরিয়া সন্ধানো করিয়া স্বপ্নেরও পাখি ধরতে চাই আমি স্বপ্নেরও কথা বলতে চাই আমার অন্তরের কথা বলতে চাই... জেএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর এক ছাত্র সুইসাইড করেছে gpa-5 না পেয়ে ! ! ! এটা আত্মহত্যা না হত্যা। মানসিক চাপ দিয়ে বাচ্চাদের হত্যা করা কিংবা মানসিক ভারসাম্যহীন করে দেয়া তোমাকে যেকোন মূল্যে ক্লাসে এক নাম্বার হতে হবে। তোমাকে সব বিষয়ে ১০০ তে ১০০ পেতে হবে। না হলে তুমি বড় হয়ে কিছু করতে পারবে না। তুমি বড় ইঞ্জিনিয়ার হতে পারবে না।

তুমি বড় ডাক্তার হতে পারবে। তোমাকে গাড়ির হেল্পারের কাজ করতে হবে। চায়ের দোকানে কাজ করতে হবে। রাস্তাঘাটে শুয়ে থাকতে হবে। এর নানা রকম ভীতি প্রদর্শন।

এই ছাত্রটা ফেল করেছে তাও নয় জিপিএ-৫ না পাওয়াতে জোবায়ের হোসেন জাহিদ নামে মাত্র ১৩ বৎসর বয়সী এই বাচ্চাটা আত্মহত্যা করে। এতসব ভীতি প্রদর্শনের পর একটা অবুঝ বাচ্চা ছেলে যখন মোটামোটি ভাল ফলাফল করে কিন্তু অভিভাবকের বলে দেয়া সেই অসম্ভব রকম কাংখিত লক্ষ্যে পৌছতে না পারে তখন সে কি করবে???? অভিভাবকদের নিজ সন্তান বিকলাঙ্গ করা আর কয়দিন চলবে ? এখন হয়ত দাবী উঠবে j.s.c, p.s.c পরীক্ষা তুলে দেয়া নিয়ে সমস্যা কিন্তু পরীক্ষা না,এক ছোট্ট উদাহরণ দেই ,আগে স্কুল গুলো থেকে বৃত্তি পরীক্ষা দিতে পারত শুধু অল্প কয়েকজন , গ্রামে বৃত্তি পেত খুব কম এখন সবাই হোক ধনী কি গরিব এই পরীক্ষা দিতে পারছে শহর থেকে গ্রামের ফলাফল ভালো বৃত্তি পাচ্ছে বেশী সমস্যা পরীক্ষায় না মানসিকতায়, অর্ধ শিক্ষিত মা বাবারা নিজেদের অপূর্ণতা ছেলেমেয়ে দের দি্য়ে পূর্ণ করতে চায় . . . । আমার ছেলেটা মাসে ৫০ হাজার কামায় , আর আমার ছেলেটা শুধু দেশের মানুষের জন্য জীবন উৎসর্গ করেছে কোনটা বেশী মধুর শোনাচ্ছে ? বর্ণ প্রথা দূর হয়েছে এবার সময় ''ভালো ছাত্রের '' সংজ্ঞা পরিবর্তনের ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.