আমাদের কথা খুঁজে নিন

   

আবারও পেছাল ফুটবল লিগ

আবারও পিছিয়ে গেল পেশাদার ফুটবল লিগ। আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ জামাল ও শেখ রাসেলের খেলা ছিল। কিন্তু তা স্থগিত করা হয়েছে, কারণ ২ মার্চ বঙ্গবন্ধু স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা কিশোর ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে দুই ফাইনালের পুরস্কার বিতরণ করবেন। তাই মাঠ সৌন্দর্যের জন্য পেশাদার লিগের খেলাটি স্থগিত করা হয়েছে।

শেখ রাসেল ছাড়াও উত্তর বারিধারার বিপক্ষে শেখ জামালের আরেকটি ম্যাচ বাকি রয়েছে। দুটো খেলার মধ্য দিয়ে প্রথম পর্বের লিগের পর্দা নামবে। লিগ কমিটির চেয়ারম্যান বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী বলেছিলেন বিশ্বকাপ শুরুর আগেই শেষ হবে। বাস্তবে তা হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। কেননা আগে দুই পর্বের লিগ শেষ করতে তিন মাসের বেশি সময় পার হয়ে যেত।

এবারতো তিন রাউন্ডে লিগ অনুষ্ঠিত হচ্ছে। প্রথম পর্বে বাকি দুই ম্যাচ কবে শেষ হবে বলা মুশকিল। ৯ থেকে ১৫ মার্চ পর্যন্ত বঙ্গবন্ধু স্টেডিয়াম টি-২০ বিশ্বকাপের উদ্বোধন উপলক্ষে ক্রিকেট বোর্ডের কাছে হস্তান্তর করা হচ্ছে। এর মধ্যে প্রীতিম্যাচ খেলতে জাতীয় দল গোয়াতে যাবে। সুতরাং পেশাদার লিগ কবে শেষ হবে এ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.