আমাদের কথা খুঁজে নিন

   

থানায় ধরা দিলেন সাহারা প্রধান সুব্রত

লখনৌ পুলিশের পক্ষে থেকে শুক্রবার সকালে ভারতের সুপ্রিম কোর্টকে বিষয়টি জানানো হয়।

সুব্রত রায়ের জামিনের জন্য তাৎক্ষণিকভাবে শুনানির আবেদন করা হলেও সুপ্রিম কোর্ট তাতে সাড়া দেয়নি বলে জানানো হয় ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে।

বাঙালি বংশোদ্ভূত সুব্রতর শিল্পগ্রুপ সাহারা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পন্সর।

সাহারা গ্রুপের দুটি কোম্পানি থেকে বিনিয়োগকারীদের পাওনা ২০ হাজার কোটি রুপি ফেরত না দেয়ার অভিযোগে এক মামলায় গত বুধবার সুপ্রিম কোর্ট এই ভারতীয় ধনকুবেরের বিরুদ্ধে ‘জামিন অযোগ্য’ গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

আদেশে বলা হয়, তাকে গ্রেপ্তার করে আগামী ৪ মার্চ দুপুর ২ টার মধ্যে আদালতে হাজির করতে হবে।

সে অনুযায়ী লখনৌ পুলিশ বৃহস্পতিবার বিকালে সুব্রতর বাড়িতে দুই ঘণ্টা তল্লাশি চালিয়েও খালি হাতে বেরিয়ে আসে।

কলকাতার আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, প্রভাবশালী এই ব্যবসায়ীকে গ্রেপ্তারের জন্য পুলিশ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে তার প্রাসাদপম ভবন ‘সহারা শহর’ ঘিরে ফেলে। ২৭০ একর জমির ওপর হোয়াইট হাউজের ঢঙে গড়ে তোলা ওই ভবনের প্রবেশ ও বের হওয়ার পথে মোতায়েন করা হয় পুলিশের গাড়ি।

কিন্তু অভিযান শেষে গোমতীনগর থানার স্টেশন হাউস অফিসার অজিত সিংহ চৌহান জানান, বাড়িতে সুব্রত রায়কে পাওয়া যায়নি।

(বিস্তারিত আসছে)


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.