আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকা বারে আ.লীগ সমর্থকদের ভরাডুবি

সারা দেশে উপজেলা পরিষদ নির্বাচনের মধ্যেই আইনজীবীদের এ নির্বাচনে ভরাডুবি হয়েছে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের। কেবল ছয়টি সদস্য পদে জয় পেয়েছেন এই প্যানেলের প্রার্থীরা।

আওয়ামী লীগ সমর্থিত  সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) প্রার্থী অ্যাডভোকেট সাইদুর রহমান মানিককে হারিয়ে ঢাকা বারের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপি-জামায়াত সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) অ্যাডভোকেট মহসীন মিয়া, যিনি গতবার এ পদে দাঁড়িয়ে পরাজিত হয়েছিলেন।

আর সাধারণ সম্পাদক পদে নীল প্যানেলের অ্যাডভোকেট মোসলেহ উদ্দিন জসীম হারিয়েছেন সাদা প্যানেলের অ্যাডভোকেট মোশাররফ হোসেনকে, যিনি গতবারও পরাজিত হয়েছিলেন।

২০১৩-১৪ সালের নির্বাচনে ২৫টি পদের মধ্যে সাধারণ সম্পাদকসহ ১৩টিতে বিএনপি-জামায়াত সমর্থক আইনজীবীরা এবং সভাপতিসহ ১২টি পদে আওয়ামী লীগ সমর্থক সাদা প্যানেল বিজয়ী হয়েছিল।

এবার কোষাধ্যক্ষ পদে সাদা প্যানেলের প্রার্থী ভোট গণনায় অনিয়মের অভিযোগ তোলায় শনিবার আবারো গণনা করে ফল ঘোষণা হবে বলে প্রধান নির্বাচন কমিশনার আব্দুস সবুর জানান।

বুধবার সকাল ৯টা থেকে দুইদিন ভোটগ্রহণের পর শুক্রবার দুপুরে গণনা শেষে ফল ঘোষণা করেন তিনি।  

সমিতির ২৫টি পদের বিপরীতে এবার রেকর্ড ৭১জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। ১৪ হাজার ৩১০ জন ভোটারের মধ্যে আট হাজার ১৭৫ জন ভোট দিয়েছেন। অর্থাৎ, ভোট পড়েছে ৫৭ শতাংশের কিছু বেশি।

সভাপতি পদে বিজয়ী মহসীন পেয়েছেন ৪ হাজার ৩৮৮ ভোট আর মানিক পেয়েছেন ৩ হাজার ১৯০ ভোট।

আর সাধারণ সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জসীম জয় পেয়েছেন মাত্র দশ ভোটে। তার ৩ হাজার ৬ ২৬ ভোটের বিপরীতে পরাজিত প্রার্থী মোশারফ পেয়েছেন ৩ হাজার ৩১৬ ভোট।

সমিতির জ্যেষ্ঠ সহ সভাপতি পদে রেজাউল করিম নিজাম, সহ সভাপতি পদে জহির রায়হান জসিম, জ্যেষ্ঠ সহ সাধারণ সম্পাদক পদের আবু ইউসুফ সরকার, সহ সাধারণ সম্পাদক পদে আরিফুর রহমান রঞ্জু, লাইব্রেরি সম্পাদক পদে আহমদ উল্যাহ আমান, সাংস্কৃতিক সম্পাদক পদে আফরোজা আলম লাকী ও দপ্তর সম্পাদক পদে শহীদ গাজী জয়ী হয়েছেন।

তারা সবাই বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেলের প্রার্থী।

কোষাধ্যক্ষ পদেও নীল প্যানেলের মো. শামসুজ্জামান সাদা প্যানেলের মকবুল হোসেনের চেয়ে এগিয়ে আছেন।

১৫টি সদস্য পদের মধ্যে নয়টিতে বিজয়ী হয়েছেন বিএনপি-জামায়াত সমর্থকরা। বাকি ছয়টি পদে আওয়ামী লীগ সমর্থকরা জয়ী হয়েছেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.