সাভারের আশুলিয়ায় নছিমনচাপায় দাদা-নাতির মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রূপচান মন্ডল (৭৫) ও তার নাতি শাহীনুর (১০)।
পুলিশ জানায়, শনিবার সকালে নবীনগর বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিলেন দাদা ও নাতি। এ সময় একটি নসিমন দ্রুত গতিতে এসে তাদের চাপা দেয়। এতে গুরুতর আহত হয় তারা। পরে তাদের উদ্ধার করে স্থানীয় গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই তাদের মৃত্যু হয়।এ ঘটনার পর ঘাতক নছিমন ও চালককে আটক করেছে পুলিশ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।