উত্তর পশ্চিম পাকিস্তানে পোলিও টিকাদান দলের উপর বোমা হামলায় ১১ জন নিহত হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। দেশটিতে পোলিও টিকাদান কর্মসূচিকে কেন্দ্র করে ধারাবাহিক হামলার ঘটনায় এটি সর্বশেষ ঘটনা।
আফগান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের এক গ্রামের মধ্য দিয়ে পুলিশ পাহারায় পোলিও দলের একটি গাড়িবহর যাচ্ছিল। তখন রাস্তের পাশে পুঁতে রাখা একটি বোমা বিস্ফোরিত হলে এ হতাহতের ঘটনা ঘটে।
এ হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। তবে পাকিস্তানী তালেবান দেশটির পোলিও কর্মসূচির বিরোধী। কারণ তারা এটিকে আন্তর্জাতিক গুপ্তচরবৃত্তির গোপন কর্মসূচি হিসেবে দেখে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।