শুক্রবার ভোরে সাড়ে ৫টার দিকে ফজরের নামাজের পর লাগা আগুনে আল তাওহিদ নামে মসজিদটি পুড়ে ছাই হয়ে যায়।
এ সময় মসজিদে কোন মুসল্লি ছিলেন না।
মসজিদ পরিচালনা কমিটির মেম্বার বিলাল আরশাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মসজিদের ছাদে আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজন পুলিশকে খবর দেয়। পরে দমকল বাহিনী ও পুলিশ এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অবশ্য এর আগেই মসজিদটি সম্পূর্ণ পুড়ে যায়।
আগুন লাগার কারণ অনুসন্ধান করছে দমকল বাহিনীর লোকজন।
জার্সি সিটি ফায়ার ডিপার্টমেন্ট চিফ ড্যারেন রোভার্স বলেন, “সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এন্টি টেররিজম ফোর্সকেও অবহিত করি। ধর্মীয় প্রতিষ্ঠানে এ ধরনের ভয়াবহ আগুনের নেপথ্যে অন্য কোন কিছু আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
এজন্য ফেডারেল প্রশাসনের অগ্নি বিশেষজ্ঞ এবং নাশকতামূলক কাজের তদন্তে অভিজ্ঞতাসম্পন্নরা কাজ শুরু করেছেন বলেও জানান তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।