আমাদের কথা খুঁজে নিন

   

উপ-নির্বাচন: আ. লীগের মনোনয়ন বিতরণ

শনিবার গণভবনে দলের সংসদীয় বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়।
আগামী ৩ জুলাই এ আসনে ভোটের তারিখ রয়েছে। আবদুল হামিদ রাষ্ট্রপতির দায়িত্ব নেয়ায় আসনটি শূন্য হয়।
শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগসভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের সংসদীয় বোর্ডের সভা হয়।
পরে উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস সাংবাদিকদের জানান, রোববার ও সোমবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয় থেকে আগ্রহীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।


সোমবার বিকাল ৫টার মধ্যে তা জমা দিতে হবে।
সংসদীয় বোর্ডের সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত ও অধ্যাপক আলাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
গত ২২ মে ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-৪ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৬ জুন। মনোনয়নপত্র বাছাই ৯ জুন এবং প্রত্যাহারের শেষ তারিখ ১৭ জুন।


কিশোরগঞ্জ-৪ আসনে ভোটার রয়েছেন ২ লাখ ৭৯ হাজার ৭১৯ জন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.