আমাদের কথা খুঁজে নিন

   

নরসিংদী পৌর উপনির্বাচন ভোট গ্রহণ চলছে দ্রুত গতিতে...........

২০১৩ নরসিংদী পৌরসভার উপনির্বাচনে আজ বৃহস্পতিবার সকাল আটটায় শুরু হওয়া ভোট গ্রহণ দ্রুত গতিতে চলছে। ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের কারণে এটি সম্ভব হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। সরেজমিন ঘুরে জানা গেছে, সরকারি রেডিয়েন্ট স্কুল কেন্দ্রে ২০ মিনিটে ভোট দিয়েছেন ৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৯ জন, বাকিরা নারী। ভোলানগর প্রাথমিক বিদ্যালয়ে এক ঘণ্টা ২০ মিনিটে ৩৩৭ জন, ভোলানগর প্রাথমিক বিদ্যালয়ের আরেকটি কেন্দ্রে এক ঘণ্টা ২৫ মিনিটে ২০২ জন ভোট দিয়েছেন।

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, নির্বাচনে কোথাও কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। তবে নরসিংদী সরকারি মহিলা কলেজ কেন্দ্রে মেয়র পদপ্রার্থী মন্তাজ উদ্দিন ভূঁইয়ার প্রতীক ও ছবি-সংবলিত ভোট স্লিপ বিতরণকালে তা বন্ধ করে দিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। আর সকালে বাসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সরকারি রেডিয়েন্ট স্কুল কেন্দ্রে আনারস (মন্তাজ) প্রতীকের কোনো এজেন্ট পাওয়া যায়নি। নরসিংদী পৌরসভার মেয়র লোকমান হোসেন গত ১ নভেম্বর খুন হওয়ায় এখানকার মেয়রের পদটি শূন্য হয়। উপনির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন।

তাঁদের মধ্যে প্রধান দুই প্রার্থী হলেন নিহত লোকমানের ছোট ভাই কামরুজ্জামান এবং শহর আওয়ামী লীগের সভাপতি মন্তাজ উদ্দিন ভূঁইয়া। কামরুজ্জামান হলেন লোকমান হত্যা মামলার বাদী, আর মন্তাজ উদ্দিন ওই মামলার এজাহারভুক্ত আসামি। মন্তাজ জামিনে মুক্তি পেয়ে প্রার্থী হয়েছেন। নির্বাচনে মেয়র পদে অপর চার প্রার্থী হলেন: আমজাদ হোসেন ভূঁইয়া, আফজাল হোসেন, আরিফুল ইসলাম ও মোছাব্বের আহমেদ। এর মধ্যে মোছাব্বের আহমেদ গত মঙ্গলবার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

পুলিশ সুপারের দপ্তর থেকে জানা গেছে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক হাজার ৬১৫ জন সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে র্যাবের ২৫০, পুলিশের ৮৩৮, ব্যাটালিয়ন আনসারের ৯৩ ও গ্রাম পুলিশের ৪৩৪ জন সদস্য রয়েছেন। প্রতিটি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২৮ জন করে সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া পুলিশের ১৭টি ভ্রাম্যমাণ দল, চারটি স্ট্রাইকিং ফোর্স, ছয়টি মোটরসাইকেল দল এবং চারটি সার্বক্ষণিক প্রস্তুত থাকা দল কাজ করছে। র্যাবের রয়েছে নয়টি ভ্রাম্যমাণ দল ও ছয়টি স্ট্রাইকিং ফোর্স।

নির্বাচনী অপরাধের তাত্ক্ষণিক বিচারের জন্য ১৬ জন নির্বাহী হাকিম ও একজন বিচারিক হাকিম মাঠে রয়েছেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.