ভোলা-৩ উপনির্বাচনে নয়টি ভোটকেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
ফরাশগঞ্জ ইউনিয়নের কিশোরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে যাওয়ার পথে কানু, মুসা, লিটন, রতন ও মতলব নামের পাঁচজন হামলায় আহত হন। ভোটকেন্দ্রে যাওয়ার পথে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা চালিয়েছে বলে আহত ব্যক্তিরা দাবি করেছেন। বর্তমানে তাঁরা লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন। দুপুর ১২টার দিকে ওই কেন্দ্রে গিয়ে এই প্রতিবেদকেরা দেখতে পান, কেন্দ্রটি ভোটারশূন্য।
বিভিন্নভাবে ভোটারদের ভোটকেন্দ্রে আসতে বাধা দেওয়া হচ্ছে।
ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সেলিম আহমেদ জানান, এখানকার ভোটার সংখ্যা চার হাজার। দুপুর ১২টা পর্যন্ত এখানে প্রায় ৩৫ শতাংশ ভোট পড়েছে। তবে পর্যবেক্ষকেরা এত পরিমাণ ভোট পড়ার ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন।
ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হাফিজউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন, বদরপুর, কামলা, ফরাশগঞ্জ, চর ভূতা, দেবীরচর, সেনের হাওলা—এসব ইউনিয়নের অধিকাংশ কেন্দ্রে বিএনপির নির্বাচনী এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়েছে।
তিনি এ উপনির্বাচনকে একটি প্রহসনের নির্বাচন হিসেবে আখ্যায়িত করেছেন। (সূত্র: প্রথম আলো)
আর কত ভন্ডামী রে..................
সরকারের প্রতিশ্রুতি কি এটাই???
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।